অলৌকিক ওষুধেই বাজিমাত জকোভিচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জকোভিচ। তাও আবার পেটের সমস্যা নিয়ে। জকোভিচ ৬–১, ৬–৭, ৬–২, ৬–২ গেমে হারালেন আলেকজান্ডার মুলারকে। প্রথম সেটে নিজের ছন্দে ছিলেন জকোভিচ। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। কিন্তু দ্বিতীয় সেটে তাঁর খেলায় আচমকাই ছন্দপতন হয়।
বোঝা যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। ৬ টি সেট পয়েন্ট পেয়েও জিততে পারেননি জকোভিচ। তৃতীয় সেটে ২ বার কোর্টেই চিকিৎসককে ডাকতে হয়। অবশেষে তিন ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে জেতেন তিনি। ম্যাচের পর জকোভিচ বলেছেন, "জানি না পেট খারাপ হয়েছিল কি না। তবে খুব সমস্যা হচ্ছিল। চিকিৎসক অলৌকিক কী সব ওষুধ দিলেন, যেটা খেয়ে ম্যাজিকের মতো কাজ হল। তাই ম্যাচটা ভাল ভাবে শেষ করতে পেরেছি।" তবে মেয়েদের বিভাগে ঘটে গেল বড় অঘটন। দ্বিতীয় বাছাই কোকো গফ প্রথম রাউন্ডেই বিদায় নিলেন।