তিন বিদেশী নিয়েই দুরন্ত হায়দ্রাবাদকে রুখে দিল ইস্টবেঙ্গল

হায়দ্রাবাদ এফসি - ১ (বার্তোলোমেউ ওগবেচে)
এসসি ইস্টবেঙ্গল - ১ (আমির ডেরভিসেভিচ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টালমাটাল পরিস্থিতিতে বড় ফল করল এসসি ইস্টবেঙ্গল। দুরন্ত ছন্দে থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তিন বিদেশী নিয়ে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদ এফসির আক্রমণকে রুখে দিয়ে পয়েন্ট হাসিল করল লাল-হলুদ ব্রিগেড।
শুরু থেকে বেশ আত্মবিশ্বাসী খেলা খেলছিল ইস্টবেঙ্গল। আমির ডেরভিসেভিচ ও মহম্মদ রফিকের নেতৃত্বে মাঝমাঠে বেশ ক্রিয়েটিভিটি দেখায় লাল-হলুদ ব্রিগেড। ২০ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেন ডেরভিসেভিচ। যদিও সেই লিড ধরে রাখতে পারেনি এসসি ইস্টবেঙ্গল, ৩৮ মিনিটে অনিকেত যাদবের ক্রস থেকে গোল করেন বার্তোলোমেউ ওগবেচে। এদিকে ৪০ মিনিটে মহম্মদ রফিকের গোলার মত শট বারে লাগে।
হায়দ্রাবাদ আক্রমণের ঝড় তুললেও এসসি ইস্টবেঙ্গলের দক্ষ রক্ষণের জেরে বেঁচে যায় তারা। এদিকে আক্রমণে ড্যানিয়েল চিমার দিশাহীনতায় বারবার খেই হারাচ্ছিল ইস্টবেঙ্গল। ম্যাচটি জিততেই পারত লাল-হলুদ ব্রিগেড, স্রেফ রাজু গায়কোয়াড়ের ভুলে গোল খাওয়া ও সুযোগ নষ্টের বহরে জিততে পারেনি ইস্টবেঙ্গল।
তবে এই ড্র অবশ্যই চাকরি বাঁচিয়ে দিল ম্যানুয়েল ডিয়াজের। কিন্তু জয় এখনও এল না এসসি ইস্টবেঙ্গলের। গত মরশুমে অষ্টম ম্যাচেই এসেছিল প্রথম জয়, এবছর তারও দেখা মিলল না। লিগ টেবিলের নীচেই রইল লাল-হলুদ শিবির।