এগ্রিমেন্টে সই করছে না ইস্টবেঙ্গল ক্লাব, প্রয়োজনে গণ পদত্যাগ কর্মসমিতির সদস্যদের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের কাজিয়া নিয়ে এবার নয়া সংকট হাজির হল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, শ্রী সিমেন্টের প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টে সই করছে না তারা।
এই নিয়ে মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির বিশেষ বৈঠক হয়। সেখানে ক্লাবের এক শীর্ষকর্তা এক্সট্রা টাইম বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, টার্ম শিট ও ফাইনাল এগ্রিমেন্টের পার্থক্য নিয়ে এই সভায় আলোচনা হয়েছে। কর্মসমিতির সকল সদস্য সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান ফাইনাল এগ্রিমেন্টে সই করবেন না তারা।
এদিকে সেই শীর্ষকর্তা জানিয়েছেন, কোনও চাপে পড়ে যদি ইস্টবেঙ্গল ক্লাবকে বাধ্য করা হয় এগ্রিমেন্ট সই করার জন্য, তাহলে কর্মসমিতির সকল সদস্য একসাথে পদত্যাগ করবেন। এই নিয়ে সহমত পোষণ করেছেন সাধারণ সম্পাদক কল্যাণ মজুমদার।
কর্মসমিতির এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানানো হয়েছে ক্লাবের প্রেসিডেন্ট ডঃ প্রণব দাশগুপ্তকে। যদিও তিনি এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে মানা করেছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, আশঙ্কার ঘন মেঘ ক্রমেই আরও ঘণীভূত হয়ে উঠছে ইস্টবেঙ্গল ক্লাবের উপরে।