ময়দানে প্রত্যাবর্তন ডিটিডিসির! সাহায্য করবে বাংলাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কলকাতা ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছে ডিটিডিসি। ময়দানের বহু পুরনো পরিচিত এক সংস্থা এই ডিটিডিসি। একসময় টালিগঞ্জ অগ্রগামীর স্পন্সর ছিল এই সংস্থা। ডিটি ডিসির চেয়ারম্যান শুভাশিস চক্রবর্তী এখনও ইস্টবেঙ্গল ক্লাবের সহ সভাপতি। সুতরাং কলকাতা ফুটবলের সাথে ওতপ্রোত ভাবে জরিয়ে রয়েছে ডিটিডিসি।
ডিটিডিসি এবার কাজ করবে আইএফএর সাথে। তবে এবারে তাদের কাজটি হবে একটু অন্যরকম। ২০২২-২৩ সন্তোষ ট্রফিতে বাংলার দলকে সাহায্য করবে ডিটিডিসি। তারা বাংলার পাশে থাকবে তাদের সিএসার উদ্যোগের অংশ হিসাবে। সাধারণত বড় বড় কোম্পানি গুলিতে সিএসআর উদ্যোগ দেখা যায়। ফুটবলে সিএসআর এনে ডিটিডিসি প্রশংসামূলক কাজ করেছেন বলাই যায়। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, আইএফএ সচীব অনির্বান দত্ত, আইএফএ কোষাধ্যক্ষ দেবাশিষ সরকার এবং ডিটিডিসির সহ সভাপতি কৌশিক ভট্টাচার্য্য।
এমন অসাধারণ এক উদ্যোগের অংশ হতে পেরে স্বাভাবিক ভাবেই আনন্দিত ডিটিডিসির কর্মকর্তারা। একই সাথে গর্বিত আইএফএ সচীব-সভাপতি।