ইতিহাস! প্রথম ভারতীয় হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলে সুযোগ পেলেন ধীরাজ সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস তৈরি হয়েছিল, যখন প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এফসি গোয়া মূলপর্বে খেলেছিল। যদিও গ্রুপ পর্বে তৃতীয় থেকেই বিদায় নিয়েছিল গোয়া, তবে অসাধারণ ফুটবল খেলে সকলের নজর কেড়ে নিয়েছিল জুয়ান ফেরান্ডোর ছেলেরা।
এফসি গোয়ার একাধিক ফুটবলারই নজর কেড়েছেন, তবে তার মধ্যে সব থেকে নজরকাড়া ছিলেন তরুণ গোলকিপার ধীরাজ সিং। গ্রুপ পর্বে পার্সেপোলিস, আল রায়ান ও আল ওয়াহদার বিরুদ্ধে তিন কাঠির নীচে অসাধারণ পারফর্ম করেছেন ধীরাজ। আর তার যথার্থ পুরষ্কারও পেলেন ধীরাজ।
এই প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনও ভারতীয় হিসেবে মরশুম সেরা দলে জায়গা পেলেন ধীরাজ সিং। সম্প্রতি এএফসি এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ নির্বাচিত করেছে, আর তাতে গোলকিপার হিসেবে নাম এসেছে ধীরাজের।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ধীরাজ দুটি ক্লিন শিট, একটি পেনাল্টি সেভ ও ২৬টি সেভ করেছেন। তার সেভ শতাংশ ৮৬.২ শতাংশ। আর এর জেরে ৭.৯ পয়েন্ট স্কোর করেছেন ধীরাজ। আর এটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর।
গত কয়েক মরশুম এটিকে মোহনবাগানে বেঞ্চেই সময় কাটাচ্ছিলেন ধীরাজ। কিন্তু এফসি গোয়ায় আসার পর ভাগ্য বদলে যায় অনুর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপ খেলা এই দীর্ঘকায় গোলকিপারের। আর গোয়ার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ধীরাজকে এক বড় পরিচয় দিয়েছে।