এফএসডিএলের বৈঠকে বসল এসসি ইস্টবেঙ্গল, এই নিয়ে কি বার্তা দিলেন দেবব্রত সরকার?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইনভেস্টর শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে যে কাজিয়া চলছে, তাতে আদৌ লাল-হলুদ ক্লাবের পক্ষে আইএসএল খেলা হবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েইছে। এই পরিস্থিতিতে সকলকে অবাক করে দিয়ে এফএসডিএলের বৈঠকে যোগ দেয় এসসি ইস্টবেঙ্গল। ক্লাবের তরফ থেকে আসেন সিইও কর্নেল শিবাজি সমাদ্দার।
এই নিয়ে কি ভাবছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা? এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেবব্রত সরকার জানালেন, শ্রী সিমেন্টের হাতেই রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা। এই নিয়ে লাল-হলুদ শীর্ষকর্তা বলেছেন, "বল ওদের কোর্টে, ওদের হাতে রাইটস, ওদেরকেই জানাতে হবে ওরা কি করবে। ফুটবল রাইটসটা আমাদের হাতে নেই, ওরা ঠিক করবে আগামী দিনে কি হবে।"
এদিকে এফএসডিএল স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছে এসসি ইস্টবেঙ্গলকে, সমস্যা না মেটালে তাদের ছাড়া ১০ দলেই হবে আইএসএল। ফলে দ্রুত সমস্যা মেটাতে হবে দুই পক্ষকে, নইলে ভবিষ্যৎ অনিশ্চিত।