ফুটবল বিশ্বকাপ থেকে জেলের মাঠে ফুটবল ম্যাচ! এক মাসে বদলে গেল দানি আলভেজের ভাগ্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এক মাস আগেই দেশের জার্সি গায়ে নিজের শেষ ফুটবল বিশ্বকাপ খেলেছেন ব্রাজিলের অন্যতম সফল রাইট ব্যাক দানি আলভেজ। আর বিশ্বকাপ শেষের এক মাসের মধ্যেই বদলে গেল তার ভাগ্য। বর্তমানে তার বাসস্থান সান্ট এস্তেভে সেস্রোভিরেস শহরের ব্রিয়ানের জেল।
বার্সেলোনার এক নাইট ক্লাবে যৌননিগ্রহের অভিযোগে তিনি প্রায় এক সপ্তাহ ধরে কারাগারে বন্দি। যদিও আলভেজ শীঘ্রই জামিনের আর্জি করবেন বলে জানা গেছে। তবে এর মধ্যেই জেলের মধ্যে ফুটবল খেলায় অভিষেক ঘটে গেছে তার। বর্তমানে দানির সঙ্গী ব্রাজিলের আরেক প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডিনহোর প্রাক্তন বডিগার্ড।
যদিও এই ম্যাচের বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে ম্যাচটি হয়েছে গত ২৬ জানুয়ারি। এবং ম্যাচটি হয়েছে জেল কয়েদিদের অনুরোধেই। দানি আলভেজ ফুটবল ইতিহাসের অন্যতম সফল ফুটবলার। তার ট্রফি সংগ্রহের তালিকা দেখলে হিংসা করতে পারেন যে কোনো বড় ফুটবলার। তাকে এমন আচমকা জেলে পাওয়ায়, স্বাভাবিক ভাবেই আবদার আসে বল পায়ে তার কলা কৌশল দেখার।
অন্যদিকে প্রাক্তন বার্সেলোনা ও ব্রাজিলের এই তারকার ভবিষ্যত জেলেই হবে না তিনি মুক্তি পাবেন তা এখনও জানা যায় নি।