স্কটল্যান্ডের দুর্ভাগ্যে ম্যাজিক প্যাট্রিক সিকের, বিশ্বমানের দুই গোলে জেতালেন চেক প্রজাতন্ত্রকে

স্কটল্যান্ড - ০
চেক প্রজাতন্ত্র - ২ (প্যাট্রিক সিক - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অসাধারণ খেলার স্বাক্ষী থাকল গ্লাসগোর হ্যাম্পডন পার্ক। ঘরের দল স্কটল্যান্ডের হারে হয়ত দুঃখ পাবেন সাত হাজার দর্শকরা, কিন্তু যে খেলার স্বাক্ষী থেকেছেন তারা, নিঃসন্দেহে তা উপভোগ্য। এক দিকে স্রেফ দুর্ভাগ্যের জেরে গোল পেল না স্কটল্যান্ড, অন্যদিকে দুটি বিশ্বমানের গোল করে চেক প্রজাতন্ত্রকে জেতালেন স্ট্রাইকার প্যাট্রিক সিক।
ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছে দুই দল। একদিকে চেক প্রজাতন্ত্র যখন বল নিয়ে স্কটিশ ডিফেন্সে কম্পন ঘটিয়েছে, অন্যদিকে স্কটল্যান্ড একেবারে চাপ দিয়ে রেখেছিল চেকদের। কিন্তু হাফটাইমের একটু আগে গোল করে চেকদের এগিয়ে দেন প্যাট্রিক সিক। ভ্লাদিমির কৌফালের ক্রসে দুরন্ত হেডারে পরাস্ত করেন স্কটিশ গোলকিপার ডেভিড মার্শালকে।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলেছিল স্কটল্যান্ড। জ্যাক হেন্ড্রির শট লাগে বারে। একের পর এক আক্রমণ শানালেও কোনও লাভ হচ্ছিল না স্কটল্যান্ডের। এমন সময়ে ৫৩ মিনিটের মাথায় বল পেয়ে মাঝমাঠ থেকেই শট মেরে অসামান্য গোল করেন প্যাট্রিক সিক। সেই গোলটি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন হ্যাম্পডন পার্কের সাত হাজার দর্শক।
এরপর খেলাটি পুরোপুরিই স্কটল্যান্ডের অধীনে ছিল। মুহুর্মুহু আক্রমণ চলছিল চেক বক্সে, কিন্তু টমাস কালাস ও ওন্দ্রেজ সেলুস্তকার ডিফেন্স আটকে দেয় বারবার। এদিকে স্কটল্যান্ডের ডেভিড মার্শাল বেশ কিছু দুরন্ত সেভ দেন স্কটল্যান্ডকে জীবিত রাখার জন্য। শেষ অবধি জয় লাভ করে চেক প্রজাতন্ত্র।
আর এই ম্যাচ দেখে নিঃসন্দেহে চাপে থাকবেন গ্রুপ ডি এর দুই ফেভারিট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। যে আক্রমণাত্মক খেলার নজির দেখাল দুই দল, তাতে সহজে পরের রাউন্ডে পৌঁছনো যাবে না, তা কার্যত নিশ্চিত।