ভিলেন লুকাকু! বিদায় বেলজিয়ামের, ড্র করেই শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

বেলজিয়াম - ০
ক্রোয়েশিয়া - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে হারতে হত না ক্রোয়েশিয়াকে, অন্যদিকে জিততেই হত বেলজিয়ামকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম সেরা ম্যাচটি হয়ে গেল। দুই দলের দুরন্ত আক্রমণে আকর্ষণীয় হয়ে উঠেছিল এই ম্যাচ।
কিন্তু শেষ অবধি অসংখ্য সহজ গোলের সুযোগ নষ্টের সৌজন্যে বিদায় নিল গত বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম। বিশেষ করে পরিবর্ত হিসেবে নামা রোমেলু লুকাকু তিনটি অত্যন্ত সহজ সুযোগ মিস করেন। আর এর জেরে নিঃসন্দেহে বেলজিয়ান মানুষদের কাছে ভিলেন হিসেবে আখ্যায়িত হতে পারেন লুকাকু। কারণ একটি গোল হলেই পরের রাউন্ডে যেতে পারত বেলজিয়াম।
এদিকে থরগ্যান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনরা বারবার চেষ্টা করে যান গোল করার। পরিবর্ত হিসেবে নিজের প্রথম বিশ্বকাপে নামা জেরেমি ডোকু নজর কাড়েন। কিন্তু গোল আর আসেনি
অন্যদিকে ক্রোয়েশিয়াও বারবার আক্রমণে উঠছিল। লুকা মদ্রিচ, ইভান পেরিসিচরা বারবার গোলের সুযোগ তৈরি করলেও পাঁচিল হিসেবে একের পর এক সেভ করেন থিবো কুর্তোয়া।
কিন্তু শেষ অবধি পারল না বেলজিয়াম। আর শুধুমাত্র ড্র করেই গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল গত বিশ্বকাপের রানার্সরা।