নায়ক লিভাকোভিচ, সূর্যোদয়ের দেশে নামল সূর্যাস্ত

জাপান - ১ (দাইজেন মায়েদা)
ক্রোয়েশিয়া - ১ (ইভান পেরিসিচ)
পেনাল্টিতে ৩-১ ফলে জয়ী ক্রোয়েশিয়া
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপের শেষ ষোলো পর্বের প্রথম চারটি ম্যাচই ছিল কার্যত একপেশে। এই পরিস্থিতিতে সোমবার ক্রোয়েশিয়া ও জাপান কার্যত টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচটি উপহার দিল। গত বিশ্বকাপের রানার্স আপদের নাভিশ্বাস ছুটিয়ে দিলেও পেনাল্টি শুটআউটে ক্রোট গোলকিপারের হাতে আটকে যায় জাপান।
শুরু থেকেই দুই দলই আক্রমণের প্রয়াসে নেমেছিল। ৪৩ মিনিটে কর্নার থেকে বল পেয়ে রিতসু দোয়ান ক্রস বাড়ান মায়া ইয়োসিডার দিকে, যিনি হেড করে বল নামিয়ে আনলে গোল করেন দাইজেন মায়েদা।
তবে দ্রুত সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৫৫ মিনিটে ডেজান লভরেনের ক্রস দুরন্ত হেড করে গোল করেন ইভান পেরিসিচ। এরপর জাপান গোল করার চেষ্টা করলেও খেলায় হাল ধরে ক্রোয়েশিয়া। কিন্তু দুই দলই গোল না করতে পারায় খেলা গড়াল এক্সট্রা টাইমে।
এক্সট্রা টাইমের শুরুতেই মাটেও কোভাসিচ ও লুকা মদ্রিচের উঠে যাওয়া নিয়ে চমকে যান অনেকেই। কিন্তু অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও গোলমুখ আর খোলে না। যার ফলে খেলা গড়ায় পেনাল্টিতে।
আর এই জায়গাতেই নায়ক হয়ে ওঠেন ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ। টাকুমি মিনামিনো, কাওরো মিটোমা ও মায়া ইয়োসিডার পেনাল্টি বাঁচান লিভাকোভিচ। জাপানের হয়ে কেবল টাকুমি আসানো গোল করেন। এদিকে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন নিকোলা ভ্লাসিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মারিও পাসালিচ। কেবল পেনাল্টি মিস করেন মার্কো লিভাজা।
আর এর জেরে ৩-১ ফলে পেনাল্ট শুটআউটে জাপানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় ক্রোয়েশিয়া। এবার ব্রাজিল বনাম সৌদি আরব ম্যাচের জয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবেন মদ্রিচরা।