শুধু ২০২৬ নয়, ২০৩৪ বিশ্বকাপেও থেকে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি খেলতে পারবেন ২০২৬ ফিফা বিশ্বকাপ? এই নিয়ে নানান জল্পনা-কল্পনা চললেও রোনাল্ডো নিজে আশাবাদী খেলার বিষয়ে। তবে শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, তার নজর রয়েছে ৯ বছর পর ২০৩৪ বিশ্বকাপেও।
আসলে, ২০৩৪ সালের বিশ্বকাপটি হবে সৌদি আরবে, যেখানে বর্তমানে নিজের ক্লাব ফুটবল চুটিয়ে খেলছেন রোনাল্ডো। সম্প্রতি আল নাসেরের সাথে ২০২৭ সাল অবধি চুক্তি বাড়িয়েছেন রোনাল্ডো। আর তার পরেই রোনাল্ডো জানিয়েছেন, বিশ্বকাপের ইতিহাসে ২০৩৪ সংস্করণ হবে সব থেকে সুন্দর। পাশাপাশি সৌদিকে নিজের ঠিকানা হিসেবে ব্যক্ত করেছেন রোনাল্ডো।
আল নাসেরের সাথে চুক্তি বাড়ানোর পর ক্লাবের সোশ্যাল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, "অবশ্যই আমরা (সৌদি প্রো লিগ) এখনও উন্নতি করছি। আমার বিশ্বাস, এরই মধ্যে আমরা সেরা পাঁচে (বিশ্বের সেরা পাঁচ লিগ) রয়েছি। আমরা উন্নতির পথেই থাকব। এখনও সময় রয়েছে। নিজের কথায় আমার ১০০ শতাংশ আস্থা রয়েছে। যারা এই লিগে খেলেন, তাঁরা আমার কথার অর্থ বুঝতে পারবেন। এ কারণেই আমি সৌদি আরবে থাকতে চাই, কারণ এখানকার পরিকল্পনায় আমার আস্থা আছে। শুধু দুই বছর নয়, ২০৩৪ পর্যন্ত থাকতে চাই, যখন সৌদি আরবে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমার মতে, এটা হবে সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।"
এরপর রোনাল্ডো আলাদা করে বলেছেন, "এবারের মতো অনেকবারই বলেছি, সৌদি আরবই আমার ঠিকানা। আমি পর্তুগিজ কিন্তু সৌদি আরবই আমার ঠিকানা।"