দলবদলের বাজারে রেড ডেভিলসের কাজে অখুশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ছাড়তে পারেন ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে হতাশাজনক অভিযান সেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের রুপে নয়া কোচ এসেছে দলে, অথচ দলবদলের বাজারে কোনও কাজই করছে না তারা। আর এই বিষয়ে ক্ষুব্ধ দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং যা সম্ভাবনা, ক্লাব ছাড়তে পারেন তিনি।
এএস ডট কম এর রিপোর্ট অনুযায়ী, দলবদলের বাজারে ইউনাইটেডের চুপ করে বসে থাকাটা একেবারেই পছন্দ হচ্ছে না রোনাল্ডোর। পল পোগবা, নেমানয়া ম্যাটিচ ও জুয়ান মাতার মত খেলোয়াড়দের ছেড়ে দিলেও কোনও নতুন খেলোয়াড়কে সই করতে পারেনি ইউনাইটেড। আর এর জেরে চিন্তিত রোনাল্ডো ক্লাব ছাড়ার কথা ভাবছেন।
এদিকে স্পোর্ট এর রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর ম্যানেজার জর্জে মেন্ডেস ইতালীয় হেভিওয়েট জুভেন্টাসের কাছে কেনার প্রস্তাব করেছেন। জুভেন্টাসের হয়ে রোনাল্ডো ১৩৪টি ম্যাচে ১০১ গোল করেছেন রোনাল্ডো।
গত মরশুমে, ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্বিষহ মরশুমেও দুর্দান্ত পারফর্ম করেন রোনাল্ডো। ৩৯ ম্যাচে ২৪টি গোল করেন তিনি।