আল নাসেরের বাকি সতীর্থদের মতই আচরণ পেতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সরকারিভাবে আল নাসেরের একজন খেলোয়াড় হিসেবে উন্মোচিত হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং রিয়াধের মরসুল পার্ক স্টেডিয়ামে রোনাল্ডোকে দেখতে ভিড় জমান সমর্থকরা। বর্নাঢ্য সেলিব্রেশনে রোনাল্ডোকে স্বাগত জানায় আল নাসের।
কিন্তু প্রশ্ন হল, রোনাল্ডোর মত এমন বড় এক ব্যক্তিত্ব কি আল নাসেরের মত ক্লাবে মানিয়ে নিতে পারবেন? এই নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন খোদ আল নাসেরের সভাপতি মুসাল্লি আল মুয়াম্মার।
সাংবাদিক বৈঠকে রোনাল্ডোকে পাশে নিয়ে আল নাসের সভাপতি বলেছেন, "কথাবার্তার সময়েই রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, পুরষ্কার ও ক্লাবের নিয়মবিধির ক্ষেত্রে তিনি বাকি খেলোয়াড়দের মতই আচরণ পেতে চান।"
এদিকে রোনাল্ডোর বিপুল বেতন নিয়ে আল নাসেরের কর্তা বলেছেন, "রোনাল্ডোর সাথে এই চুক্তি শুধু ফুটবলে সীমিত নয়, যেহেতু উনি আল নাসেরের ক্লাব অ্যাকাডেমিকে সেভাবে সাহায্য করবেন যেভাবে আমরা চেয়েছি। এর সাথে ক্লাবের ইতিহাস ও ফুটবল সমর্থকদের মধ্যে খ্যাতি বাড়াতে কাজ করবেন তিনি।"