জানুয়ারিতেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা মেসি-রোনাল্ডোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং এর জেরে এশিয়ার ফুটবলে নতুন অভিযান শুরু করবেন ৩৭ বছরের এই মহাতারকা।
তবে দীর্ঘদিন হয়ে গেল, মেসি ও রোনাল্ডোর মধ্যেকার সেই দ্বৈরথ দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে জানুয়ারি মাসেই। কিভাবে, চলুন জেনে নিই।
জানুয়ারি মাসে প্যারিস সেইন্ট জার্মেইন একতি মাঝ-মরশুম প্রীতি ম্যাচ খেলতে আসবে। যেখানে তারা খেলবে আল নাসের ও আল হিলাল ক্লাবের সম্মিলিত একাদশের বিরুদ্ধে।
আগামী ১ জানুয়ারি আল নাসের ক্লাবে যোগ দেবেন রোনাল্ডো। এবং যদি পিএসজির হয়ে মেসি এই সফরে খেলতে আসেন, এবং রোনাল্ডো এই প্রীতি ম্যাচে খেলতে রাজি হন, তাহলে সৌদির মাটিতে মেসি-রোনাল্ডোর দ্বৈরথ দেখা যেতেই পারে।
আগামী ২০২৫ সালের জুন মাস অবধি আল নাসেরে সই করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই সুপারস্টার। বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো বেতন পাবেন রোনাল্ডো, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।