লিওনেল মেসি ব্যালন ডি অর জেতার অযোগ্য, এমন পোস্টকে সমর্থন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রেকর্ড সপ্তমবার ব্যালন ডি অর খেতাব জেতেন লিওনেল মেসি। আর তারপর ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া বয়ে বেড়াচ্ছে। এর এক দিন পরেই আর এক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তরফ থেকে এমন একটি বার্তা এল, যা অবাক করে দেওয়ার মত।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ফুটবলপ্রেমী লিওনেল মেসির এই খেতাব জয়কে দিনেদুপুরে চুরি বলছেন। আর এরকমই একটা পোস্টকে সম্মতি জানিয়েছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ইনস্টাগ্রামে করা সেই পোস্টে এক রোনাল্ডো ভক্ত পোস্ট করেছেন, লিওনেল মেসি নয়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাওয়া উচিত ব্যালন ডি অর। এই নিয়ে এক ক্যালেন্ডার বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্যকে তুলে ধরেন ও লিওনেল মেসিকে ব্যর্থ আখ্যান দেন। আর সেই পোস্টে লাইক দেওয়ার পাশাপাশি কমেন্টে থাম্বস আপ ও দুটি চোখের ইমোজি দিয়ে লেখেন "ফ্যাক্টোস"। যার অর্থ হল 'ফ্যাক্টস'। অর্থাৎ তিনি এই বার্তাকে যুক্তিগ্রাহ্য মনে করেন।
বলা বাহুল্য, ব্যালন ডি অর শুরুর আগে জল্পনা উঠেছিল, পুরষ্কার না পাওয়ার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যাবেন না। যদিও সেই অনুষ্ঠানে যাননি রোনাল্ডো, তবে পুরষ্কার না পাওয়ার জন্য নয়। এই নিয়ে ইনস্টাগ্রামে তিনি একটি দীর্ঘ পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন যে, "যেই জিতুক না কেন আমি তাকে শুভেচ্ছা জানাব। স্পোর্টসম্যানশিপ আমার কেরিয়ারের অঙ্গ এবং আমি কারোর বিরুদ্ধে নই।"
আর এই পোস্টের পর লিওনেল মেসির ব্যালন ডি অর হওয়ার অযোগ্য সংক্রান্ত পোস্টে রোনাল্ডোর এই সমর্থন বেশ অবাক করে দেওয়ার মত, তা বলাই যায়। বলা বাহুল্য, ২০১০ সালের পর এই প্রথম ব্যালন ডি অরের প্রথম তিনে নেই ক্রিশ্চিয়ানো, ছয় নম্বর স্থানে শেষ করেছেন তিনি।