এই মরশুমে ফুটবল খেলতে পারবেন না ক্রিশ্চিয়ান এরিকসন! এল নিষেধাজ্ঞা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ইউরো ২০২০তে মাঠেই লুটিয়ে পড়েন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। পরে জানা গিয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এরিকসনের। এবার এই অসুস্থতার কারণে এরিকসনের ফুটবল কেরিয়ারে অনিশ্চয়তা পড়ল।
এরিকসনের বর্তমান ক্লাব ইন্টার মিলান এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, চলতি মরশুমে এই ক্লাবের হয়ে খেলতে পারবেন না তারকা এই ড্যানিশ মিডফিল্ডার। ইতালিতে এই ধরণের অসুস্থতা বিশিষ্ট অ্যাথলিটদের প্রতিযোগিতার নামার ক্ষেত্রে কড়া নির্দেশিকা রয়েছে। আর সেই নিয়মই পালন করল ইন্টার।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে মাঠে লাইফ সাপোর্ট চিকিৎসা পেয়েছিলেন বলে বেঁচে যান এরিকসন। এরপর হাসপাতালে এরিকসনের হৃদপিন্ডে কার্ডিওভের্টের ডেফিব্রিলেটর ডিভাইস (আইসিডি) বসানো হয়েছে। আর এর জেরে ইতালিয়ান ফুটবল ফেডারেশন স্পষ্ট ভাষায় জানিয়েছে, আইসিডি না সরানো অবধি ইতালিতে খেলতে পারবেন না এরিকসন।
ফলে অন্য কোনও ক্লাবের খোঁজ করতে পারেন এরিকসন, যেখানে এত বেশি কড়াকড়ি ও বাধ্যবাধকতা নেই। তবে বিশেষজ্ঞদের মতে, পেশাগত ভাবে এই উচ্চপর্যায়ের ফুটবল খেলা উচিত নয় ক্রিশ্চিয়ান এরিকসনের।