একাধিক ক্লাবের টার্গেটে থাকা এই অভিজ্ঞ ফুটবলারকে তিন বছরের চুক্তিতে রাখল চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার, চেন্নাইন এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে, অভিজ্ঞ ফুটবলার এডউইন ভান্সপলকে রিটেইন করতে সক্ষম হয়েছে তারা। ২৮ বছরের এই তামিল ফুটবলারকে পেতে বেশ কিছু আইলিগ ও আইএসএল ক্লাব মরিয়া ছিল, কিন্তু শেষ অবধি ঘরের ছেলেকে ঘরেই রাখতে সক্ষম হল চেন্নাইন।
জানা গিয়েছে, আগামী তিন বছরের জন্য এডউইনকে রিটেইন করা হয়েছে। এই নিয়ে এডউইন বলেছেন, "এই মুহুর্তে আমার যে অনুভূতি হচ্ছে তা খুশির থেকেও বেশি। আমি কৃতজ্ঞ চেন্নাইন এফসির সকলের কাছে যে পরিমাণ বিশ্বাস ও ভরসা তারা আমার উপর রেখেছেন, যার জন্য ওনারা আমায় ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন।"
২০১৯ সালে চেন্নাই সিটি এফসির হয়ে আইলিগ জেতার পর চেন্নাইন এফসিতে যোগ দেন এডউইন। মূলত রাইট ব্যাক হলেও প্রয়োজনে মিডফিল্ডেও খেলতে সক্ষম তিনি। একাধিক পজিশনে খেলতে পারেন এই তামিল ফুটবলার। গত বছর আইএসএল ফাইনালে চেন্নাইনকে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন এডউইন। এবারের আইএসএলে ১৪টি ম্যাচ খেলেছেন, দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। সুতরাং এই অভিজ্ঞতা ও স্কিলসম্পন্ন খেলোয়াড়কে রেখে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে দুইবারের আইএসএল চ্যাম্পিয়নরা।