দইয়ের বোতল হাতে পেয়েই কাঁদলেন ক্যাসেমিরো!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল জগতে এমন অনেক লড়াই-সংগ্রামের কাহিনী রয়েছে, যা জীবনে পথ চলতে অনুপ্রেরণা দেয়। এরকমই এক কাহিনী রয়েছে ক্যাসেমিরোর জীবনে। বর্তমান ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে শুরুর দিকেই আসবে ক্যাসেমিরোর নাম। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন ক্যাসে, কিন্তু তার জীবনের শুরুতে কতটা সংগ্রাম এসেছে, সেটি খুব কম মানুষ জানেন।
এই ঘটনাটি আজকের নয়, ২০১৮ সালের। সেই বছর একটি সাক্ষাৎকারে নিজের বাল্যকালের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ক্যাসেমিরো। সাক্ষাৎকার চলাকালীন ক্যাসেমিরোর হাতে দইয়ের একটি বোতল দেওয়া হলে, তিনি কেঁদে ফেলেন। কিন্তু কেন এমনটা করেছিলেন ক্যাসে?
সেই সাক্ষাৎকারে ক্যাসেমিরো জানিয়েছেন, ব্রাজিলে বাল্যকালে ঐ এক বোতল দই কেনার পয়সা ছিল না তার পরিবারের। এই নিয়ে ক্যাসেমিরো বলেছিলেন, "ছোটবেলায়, আমি এগুলি সব সময় খেতে চাইতাম, কিন্তু আমাদের কাছে সেই অর্থ ছিল না। খুব বেশি দামও ছিল না এটার, ২০ সেন্টের মত মূল্য। কিন্তু আমার মা সব সময় আমায় ঘরে রেখে দিত, কারণ কারোর কাছে সেই পয়সা ছিল না এগুলি কেনার জন্য।"
কিন্তু ব্রাজিলে গেলে সেই দইয়ের বোতল কিনবেনই ক্যাসেমিরো। তিনি বলেছেন, "এখন, আমি যখন ব্রাজিলে ফিরি, আমি দিনে অন্তত ৫০টির মত খেয়ে নিই। এটা আমার জন্য ভালো নয়, আমি জানি। কিন্তু আমি এমনটা করি কারণ আমি ছোট থেকে এমনটা করতে চেয়েছিলাম এবং আমি করে উঠতে পারিনি।"
রিয়াল মাদ্রিদে এসে ক্যাসেমিরো তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদে যা উপার্জন করেন, তাতে সেই দইয়ের কোম্পানিই কিনে নিতে পারেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এতেই প্রমাণ করে দেয়, প্রবল ইচ্ছাশক্তি ও পরিশ্রমে অতি দরিদ্রতা থেকেও সেরা ফুটবলার হয়ে ওঠা যায়।