আইএফএ শিল্ডে রিয়াল কাশ্মীরকে দাপুটে খেলায় হারাল ক্যালকাটা কাস্টমস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএফএ শিল্ডের খেলায় আইলিগ দল রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারাল ক্যালকাটা কাস্টমস দল। কাস্টমসের হয়ে একমাত্র গোল করেন রবি হাঁসদা।
দীর্ঘদিন পর এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে নামা কাস্টমস ম্যাচে আগাগোড়া দাপটের সাথে খেলে। একাধিক স্থানীয় ছেলে ও এক বিদেশীকে নিয়ে কাশ্মীরের রক্ষণে চাপ বাড়াতে থাকে। আর এর জেরে গোলসংখ্যা আরও বাড়তে পারত।
কাস্টমসের বাঙালি ছেলেদের খেলা সত্যিই প্রশংসাযোগ্য। তবে অবাক করার বিষয়, এবারের সন্তোষ ট্রফিতে বাংলা দলে কাস্টমসের তরফ থেকে একজনও বাঙালি নেই। এদিনের খেলা দেখলে বোঝা যায়, বাংলা দলে কাস্টমসের একাধিক ফুটবলার সুযোগ পেতে পারতেন।