প্রিমিয়ার লিগে বিশাল তান্ডব নতুন জায়েন্ট কিলার ব্রেন্টফোর্ডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলকে ফুটবল বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব ফুটবল লিগ বলে থাকেন। সবচেয়ে কঠিন লিগ বলার কারণও রয়েছে যথাযথ। এই লিগে একদিকে যেমন খেলেন বিশ্বের তাবড় তাবড় ফুটবলাররা, কোচিং করান বিশ্বের শ্রেষ্ঠ কিছু কোচ। তেমনই এই লিগে একক রাজত্ব করার সুযোগও পায়না কোনো ফুটবল ক্লাব। মজাদার বিষয় হল এই লিগে তথাকথিত বড় ক্লাব ছোট ক্লাবের মধ্যে তেমন কোনো ফারাক নেই।
প্রতি বছরই ইপিএলে অপেক্ষাকৃত কম শক্তিশালী এমন কিছু ক্লাব সকলের নজর কেরে নেয় যাদের সমীহ করে লিগ টেবিলের প্রথম সারির দল গুলি। এইবছর এমনই একটি দল হল থমাস ফ্র্যাঙ্কের ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ড এই মরশুমে দুর্দান্ত ফুটবল খেলে এই মুহূর্তে রয়েছে লিগের ৭ নম্বরে। মরশুম শুরুর আগেও কেউ ভাবেন নি ব্রেন্টফোর্ড প্রথম ১০ দলে থাকবে বলে।
তবে শূধুমাত্র প্রথম ১০ এ থাকাই নয় ব্রেন্টফোড়্রড এই মরশুমে ঘুম উড়িয়েছে লিগের সেরা দলগুলির। সোমবার ব্রেন্টফোর্ড জুর্গেন ক্লপের লিভারপুলকে ৩-১ গোলে হারায়। এর আগে তারা লন্ডনের দুই বড় ক্লাব চেলসি এবং টটেনহ্যামের সাথে ড্র করেছে। ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারায় ইভান টোনি-বেন মি এর ব্রেন্টফোর্ড।
ইপিএল এর বিগ-৬ এর মধ্যে একমাত্র আর্সেনালের কাছে তারা পরাজিত হয়। লিগ শেষে ব্রেন্টফোর্ড প্রথম ৬-ইয় শেষ করতে পারবে কি না তা এখনই বলা অসম্ভব, তবে প্রিমিয়ার লিগে নতুন সুর্যদয় ঘটে গেছে ব্রেন্টফোর্ডের তা বলাই যায়। ইভান টোনি, ব্রায়ান বেউমো, উইসা, নরহার্ড, বেন মি, হেনরি দের মতো প্রতিভাবান খেলোয়াড়দেরও নতুন করে চেনার সুযোগ পেল বিশ্ব ফুটবল।