চিরবিদায় সম্রাট! প্রয়াত কিংবদন্তী ফুটবলার পেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল জগতে আবারও নেমে এলো শোকের ছায়া। জীবনের কঠিন যুদ্ধে হার মানলেন ফুটবল জগতের সব থেকে বড় যোদ্ধা। প্রয়াত হলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার পেলে। বৃহস্পতিবার ভারতীয় সময়ে রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দুই বছর আগে ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। তাঁর পথ অনুসরণ করেই ৮২ বছর বয়সে বিশ্বফুটবলকে অভিভাবকহীন করে চলে গেলেন পেলে।
অনেকদিন ধরেই ক্যানসারের মতন মারণ রোগের সাথে লড়াই করছিলেন পেলে। ২৫ শে ডিসেম্বর ক্রিসমাসের দিন পেলের ছেলে-মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে পেলের সাথে সময় কাটিয়ে আসেন। শোনা গেছিল পেলের শারীরিক অবস্থার অবনতির কারণেই তিনি তার পরিবারকে শেষ বিদায় জানিয়েছিলেন সেদিন।
এডসন আরান্তেস দো নাস্কিমেন্টো ওরফে পেলে, মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ফুটবল ক্লাব স্যান্টোসের হয়ে ফুটবল খেলা শুরু করেন। এর পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ১৭ বছর বয়সে তিনি হয়েছিলেন বিশ্বজয়ী। ১৯৫৮, ১৯৬২ এবগ ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে তার কৃতিত্ব ছিল অপরিসীম। ফুটবল মাঠে তার শিল্প মানু্ষকে অনুপ্রাণিত করে চলেছে যুগের পর যুগ ধরে। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেও তার শিল্প রয়ে যাবে আজীবন।
ব্রাজিলীয় সময় দুপুর ৩.২৭ সময় মাল্টি-অর্গান ফেইলিয়োরের কারণে পেলে প্রয়াত হন বলে জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।