পাঁচ মিনিট খেলা হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ! নাটকের পর নাটক সাও পাওলোতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের সব থেকে বড় ম্যাচের অপেক্ষায় ছিল ফুটবল জনতা। কোপা আমেরিকা ফাইনালের পর আবারও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু সাও পাওলোতে হওয়া সেই খেলা পাঁচ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে গেল, কিন্তু কেন?
খেলা চলাকালীন ছয় মিনিটের মাথায় কিছু কর্মকর্তা মাঠের মধ্যে প্রবেশ করে, এবং খেলা স্থগিতের সিদ্ধান্ত দেয়। জানা গিয়েছে, আর্জেন্টিনার চারজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো এবং এমিলিয়ানো বুয়েন্ডিয়া ব্রাজিলের করোনা প্রোটোকল মানেননি। অর্থাৎ, এই চারজন যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন, ফলে সরাসরি ব্রিটেন থেকে উড়ে এসেছেন এখানে। এবং অভিযোগ, এই চার খেলোয়াড় মিথ্যা কথা বলে নিজেদের কোয়ারেন্টিনে রাখেনি।
আর এর জেরে ব্রাজিলের ফেডেরাল পুলিশ এসে হাজির হয় এবং এই চার আর্জেন্টিনীয় ফুটবলারকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। আর নিজেদের খেলোয়াড়দের প্রতি এমন আচরণ মেনে নিতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। সঙ্গে সঙ্গে তিনি জার্সি ছেড়ে পুরো দলকে নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ওয়াকআউট করেন। যদিও ব্রাজিলের তরফ থেকে মেসির পুরোনো সতীর্থ তথা বন্ধু ড্যানি আলভেস বুঝিয়ে আবারও মেসিকে মাঠে নিয়ে আসেন।
এরপর আধিকারিক ও কোচেদের সাথে আলোচনার পর আবারও ড্রেসিংরুমে ফিরে যান লিও। এরপর ব্রাজিলের খেলোয়াড়রা মাঠের মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন, যেখানে আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে নিজেদের বন্দী করে রেখেছিলেন।
এবং শেষ অবধি গোটা আর্জেন্টিনা টিম স্টেডিয়াম ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও এই চারজন ফুটবলারের উপর কি ব্যবস্থা নেওয়া হবে, তা জানা যায়নি। আর এর জেরে লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল ঘোষণা করে, ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচটি স্থগিত করা হল, এবং এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।