বিশ্বকাপের শেষ ষোলোয় কি খেলতে পারবেন নেইমার? এল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে চোট পান ব্রাজিলের সুপারস্টার নেইমার। এর কারণে, গ্রুপের বাকি দুই ম্যাচ, অর্থাৎ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে দলে ছিলেন না তিনি।
তবে প্রশ্ন উঠছে, শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কি নামতে পারবেন নেইমার? আগামী মঙ্গলবার মুখোমুখি হবে এই দুই দেশ। আর এই পরিস্থিতিতে চোট সারানোর মরিয়া প্রয়াস চালালেও নেইমারের পক্ষে কাজটা বেশ কঠিন।
ক্যামেরুনের বিরুদ্ধে অঘটন হারের পর ব্রাজিল টিমের ডাক্তার রড্রিগো লাসমার বলেছেন, "নেইমার ও অ্যালেক্স সান্দ্রোকে নিয়ে বললে, আমার মনে হয় আমাদের হাতে সময় রয়েছে এবং সম্ভাবনা রয়েছে।"
"এখন অপেক্ষা করতে হবে ওদের পরিস্থিতি কতটা ভালো। ওরা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি এবং এটা হয়ত ওরা শনিবার করবে। এটি গুরুত্বপূর্ণ হবে যে ওরা এই নতুন কাজের সাথে কিভাবে মানিয়ে নিচ্ছে। তাই সব কিছু নির্ভর করে আমাদের একটি সিদ্ধান্তে আসতে হবে।"
এদিকে ব্রাজিলের সাইড ব্যাক ড্যানিলোর চোট অনেকটাই সুস্থ হয়েছে এবং বল নিয়ে অনুশীলন শুরু করেছে। এই নিয়ে লাসমার বলেছেন, "ড্যানিলো খুব ইতিবাচকভাবে সব কিছু করছে এবং ও বল নিয়ে খুব পরিশ্রম করেছে। আশা করা যায় শনিবার ও বাকি খেলোয়াড়দের সাথে সাধারণভাবে অনুশীলন করবে।"