খেলোয়াড়দের সাথে হঠাৎ কেন নাচলেন? দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে বার্তা ব্রাজিল কোচ টিটের

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : সোমবার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে ব্রাজিল। আর এই ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই খুশি ব্রাজিল হেড কোচ টিটে।
চোটের কারণে অ্যালেক্স সান্দ্রো না থাকায় লেফট ব্যাক পজিশনে আনতে হয়েছে ড্যানিলোকে। এদিকে রাইট ব্যাকে খেলেছিলেন এডের মিলিটাও। এছাড়া প্রায় পুরো ম্যাচ জুড়েই খেলেছেন নেইমার।
চোট-আঘাতে জর্জরিত ব্রাজিল দলে ড্যানিলো ও নেইমারের ফিরে আসাটা নিশ্চিন্ত করবে? এই নিয়ে টিটে বলেছেন, "খুবই খুশি যেভাবে ড্যানিলো ও নেইমার চোট সারিয়ে ফিরেছেন। তবে অ্যালেক্স সান্দ্রো ও গ্যাব্রিয়েল জেসুসকে আমরা মিস করেছি। আমরা অনেক সময় এই চোটের বিষয়ে না বুঝলেও ফিজিওথেরাপিস্টরা অনেক ভালো বোঝেন। নেইমার খুব ভালো খেলেছে, ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। ও ফিরে আসায় আমরা অনেকটাই শক্তি পেয়েছি।"
প্রতিটা গোলের পর ব্রাজিলের খেলোয়াড়েরা নাচের মাধ্যমে সেলিব্রেশন করছেন, এমনকি তাদের নাচের সাথে যোগ দিয়েছিলেন হেড কোচও। এই নিয়ে টিটে বলেছেন, "ওরা খুবই তরুণ এবং নাচতে আর মজা করতে ভালোবাসে। রিচার্লিসন এসেছিল আর আমি বলেছিলাম, 'এ কেমন নাচ?' আমি বললাম, 'যদি তোমরা করো, তাহলে আমি করব।' অনেকে রয়েছে যারা এটিকে অপমানজনক বলবে। আমি জানি সব জায়গায় ক্যামেরা থাকে এবং চাইনি কোনও ভুল তথ্য সামনে আসুক।"
এদিকে ব্রাজিল ম্যাচে পাঁচটি পরিবর্ত করার সুযোগ পেলেও টিটে পরিবর্ত হিসেবে নামান দলের তৃতীয় গোলকিপার ওয়েভার্টনকে। এই নিয়ে টিটে বলেছেন, "খুবই কঠিন হয় একজন গোলকিপারকে পরিবর্ত হিসেবে নামাতে হয়, তবে যখন আমাদের কাছে সুযোগ রয়েছে, তখন বিষয়টি খুবই ভালো হয় কারণ এতে গোটা দল খুশি হয়।"