দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেইমার, জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : সোমবার বিশ্বকাপের শেষ ষোলো পর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। আর তার আগে রবিবার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ব্রাজিল হেড কোচ টিটে, সহকারী কোচ সেজার সাম্পাইও এবং অধিনায়ক থিয়াগো সিলভা।
এই ম্যাচে কি ফিরবেন নেইমার? বল নিয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এই নিয়ে টিটে বলেছেন, "ও রবিবার বিকেলে অনুশীলন করবে। ও সোমবার খেলবে। আমি কোনও জল্পনা ছড়াতে চাই না। নেইমার অনুশীলন করবে। আর যদি অনুশীলনে আমরা বুঝি যে ও ফিট, তাহলে কোরিয়ার বিরুদ্ধে নামবে নেইমার।"
তবে নকআউট ম্যাচে খেলা অনেক সময়ে ১২০ মিনিট অবধি গড়াতে পারে, এতটা সময় অবধি কি খেলতে পারবেন নেইমার? এই নিয়ে টিটে বলেছেন, "আমরা নিজেদের সেরাটা দিলেও কখনই কোনও খেলোয়াড়ের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলব না। আমি আবারও বলছি, দলের চিকিৎসকদের ছাড়পত্র মিললেই নেইমার খেলবে। আমি আমার সেরা দলটিকে শুরু থেকেই খেলাবো এবং হেড কোচ হিসেবে এটা আমার দায়িত্ব এবং এটাই আমার ধারণা।"