গোল করলেন, করালেন নেইমার, ভেনেজুয়েলার বিরুদ্ধে সহজ জয় ব্রাজিলের

ব্রাজিল - ৩ (মারকুইনহোস, নেইমার - পেনাল্টি, গ্যাব্রিয়েল বারবোসা).
ভেনেজুয়েলা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকায় দাপুটে শুরু গতবারের চ্যাম্পিয়নদের। ভেনেজুয়েলাকে তিন গোলে হারিয়ে নিজেদের দাপট দেখাল ব্রাজিল। এবং স্বাভাবিক অর্থেই, এই ম্যাচে সেলেকাওদের নায়ক হিসেবে এলেন নেইমার। পেনাল্টি থেকে গোল করলেন, বাকি দুটি গোল করালেন এই সুপারস্টার ফরোয়ার্ড।
২২ মিনিটে নেইমারের কর্নার থেকে কোনওরকমে গোল করেন ডিফেন্ডার মারকুইনহোস। গোটা ম্যাচ জুড়েই ব্রাজিলের দাপট অব্যাহত ছিল। আক্রমণাত্মক ব্রাজিলকে আটকাতে হিমশিম খেয়েছে ভেনেজুয়েলা। ৬৩ মিনিটে বক্সে ড্যানিলোকে ফাউল করেন কুমানা, যার জেরে পেনাল্টি পায় ব্রাজিল। আর ঠান্ডা মাথায় সেটিকে গোলে পরিণত করেন নেইমার।
আর শেষে ৮৮ মিনিটে নেইমারের দুরন্ত ক্রসে একেবারে কাছ থেকে সু্যোগসন্ধানী গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। এর জেরে দাপুটে জয় হাসিল করে কোপা অভিযান শুরু করল ব্রাজিল।