চ্যাম্পিয়নের মতই খেলল ব্রাজিল, সাম্বা ঝড়ে উড়ল পেরু

ব্রাজিল - ৪ (অ্যালেক্স সান্দ্রো, নেইমার, এভার্টন রিবিয়েরো, রিচার্লিসন)
পেরু - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের মত এই বারেও কেন চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার ব্রাজিল, বুঝিয়ে দিল এই ম্যাচে। ভেনেজুয়েলাকে তিন গোল দিয়ে এবার পেরুকে চার গোল দিল টিটের ছেলেরা। আর এর জেরে অনায়াসে পরের রাউন্ডে যাওয়ার পথে নেইমাররা।
ভেনেজুয়েলা ম্যাচ থেকে ছয়টি পরিবর্তন করেছেন সেলেকাও কোচ টিটে, যার জেরে বোঝা যায়, কতটা গভীর এই ব্রাজিলিয়ান দল। ১২ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের দুরন্ত পাসে গোল করেন উইংব্যাক অ্যালেক্স সান্দ্রো। যদিও পেরু বল পজেশনে এগিয়ে ছিল, কিন্তু ব্রাজিল নিজেদের সময়ে আক্রমণের ঝড় তুলেছিল।
এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিল পেনাল্টি পেলেও ভিএআরে তা খারিজ হয়। তবে ৬০ মিনিটের মাথায় দুর্দান্ত টার্ন করে পেরুর গোলকিপার গ্যালেসেকে পরাস্ত করে গোল করেন নেইমার। ৮৯ মিনিটে রিচার্লিসনের ক্রসে গোল করেন পরিবর্ত হিসেবে নামা এভার্টন রিবিয়েরো। আর ম্যাচের অতিরিক্ত সময়ে পেরুর গোলকিপার গ্যালেসে দুরন্ত সেভ দেওয়ার পর সেই রিবাউন্ডে সুযোগসন্ধানী গোল করেন রিচার্লিসন।
এর জেরে ছয় পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। আগামী ২৩ জুন কলম্বিয়ার বিরুদ্ধে হেভিওয়েট ম্যাচে নামবে ব্রাজিল, আর সেই ম্যাচটিই অত্যন্ত কঠিন হতে চলেছে সেলেকাওদের জন্য।