AFCON এ বড় দুর্ঘটনা, পদপৃষ্ট হওয়ায় মৃত আট দর্শক, আহত প্রায় ৫০

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার এশিয়ান কাপ অফ নেশনসের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন ও কোমোরোসের মধ্যে। আর সেখানে ঘটেছে জোর দুর্ঘটনা।
ক্যামেরুনের ইয়াউন্ডের ওলেম্বে স্টেডিয়ামের দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে প্রচুর দর্শক একসাথে প্রবেশ করতে গিয়েছিল। আর তা করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মারা যান অন্তত ৮টি দর্শক। এদিকে আহত হয়েছেন প্রায় ৫০জন দর্শক।
ক্যামেরুনের স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, "আটজন মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ৩০ বছর বয়সী দুই মহিলা ও চার পুরুষ, এক শিশু ও একটি মৃতদেহ নিয়ে গিয়েছে তার পরিবার।" এদিকে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তায় ট্র্যাফিকের কারণে হাসপাতালে নিতে যেতে দেরি হয়েছে।