দিদিয়ের দেশঁকে আরও একবার আক্রমণ করিম বেঞ্জিমার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও রয়ে গেছে বেশ কিছু বিতর্ক। যার ইতি কবে ঘটবে সে সম্পর্কে কেউ জানেনা। এর মধ্যে যে বিতর্কগুলি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার মধ্যে একদিকে যেমন রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের সেলিব্রেশন তেমনই ব্যালন ডিওর জয়ী করিম বেঞ্জিমার সাথে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর ঝামেলা।
দেশঁর সাথে বেঞ্জিমার ঝামেলা আজকের নয়। বেশ কিছু বছর আগে বেঞ্জিমা জড়িয়েছিলেন সেক্স টেপ সমস্যায়। সেই সময় ফ্রান্স দল থেকে বেঞ্জিমাকে বাদ দিয়েছিলেন দেশঁ। এরপর বেঞ্জিমা যখন আইনত ভাবে এই সমস্যা কাটিয়ে ওঠেন এবং একই সাথে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তখন দেশঁ বাধ্য হন তাঁকে দলে আবার ফ্রান্স দলে ফিরিয়ে আনতে।
কিন্তু ঝামেলার দ্বিতীয় অধ্যায় শুরু হয় ২০২২ বিশ্বকাপ শুরুর ঠিক আগে। যখন অনুশীলনের সময় বেঞ্জিমা চোট পান এবং ফ্রান্সের মেডিকাল দল জানিয়ে দেয় তিনি এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বেঞ্জিমা রিয়াল মাদ্রিদের মেডিকাল দল এবং এছাড়াও বিশ্বের বড় বড় ডাক্তারের কাছে শুশ্রূষা করান। সেখানে বেঞ্জিমা জানতে পারেন যে তাঁর যে চোট সেটি বিশ্বকাপের নক আউট রাউন্ডের আগেই সেরে যাবে।
তাহলে কি দিদিয়ের দেশঁ পরিকল্পনা করেই বাদ দিলেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে? ফুটবল মহলে সেই নিয়েই চলছে সমালোচনা।
এবার এই বিতর্কের আগুনেই ঘি ঢাললেন বেঞ্জিমার এজেন্ট কারিন জাজারি। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন, "আমি তিনজন স্পেসালিস্টের সাথে আলোচনা করেছিলাম যারা জানিয়েছিলেন বেঞ্জিমা রাউন্ড অফ ১৬ তেই দলে ফিরতে পারবেন। তাঁকে কেনো এতো তারাতারি বাদ দেওয়া হল?"
এই পোস্টের পর বেঞ্জিমা নিজে একটি পোস্ট করে জানান, "কারণ আপনি যখন একবার দেখবেন, আপনি জানবেন!" বিশ্বকাপ শেষ হতেই বেঞ্জিমা জানিয়ে দিয়েছিলেন যে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। টুইটারে পোস্ট করে বেঞ্জিমা বলেছিলেন, "ফ্রান্স দলে ফিরে এসে এবং সকলের আমার উপর আস্থা রাখায় আমি খুবই গর্বিত।"
এর সাথে তিনি যোগ করেন, "আমার পরিবার, আমার বন্ধু, আমার ক্লাব এবং আমার ভক্তরা এবং সেই সকল মানুষ যারা আমায় সমর্থন করেছেন এবং প্রতিদিন আমাকে শক্তি দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।"