সন্তোষে বেঙ্গল টাইগারদের অগ্রগমণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১ সন্তোষ ট্রফির মূল পর্বে চলে গেল বাংলা। ২৫ নভেম্বরের ডু অর ডাই ম্যাচে সিকিম কে ১ -০ ব্যবধানে হারিয়ে কেরালায় সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করে নিলো রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা।
২১ তারিখে ছত্তিশগড়কে ২ গোলের ব্যবধানে হারায় বাংলা। ২৩ তারিখে সিকিম ছত্তিশগড়কে ২ গোলের ব্যবধানে হারানোর ফলে সন্তোষের মূল পর্বে যেতে গেলে বাংলার কাছে তাদের ম্যাচ জিততেই হত, আর সেই কাজটাই করে দেখালো বাংলার ছেলেরা। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন দিলীপ ওরাঁও।
যদিও ছত্তিশগড় ম্যাচের মতো এই ম্যাচেও বাংলা অনেক সহজ সুযোগ মিস করে । তবে কোচ রঞ্জন ভট্টাচার্যের মতে মূল পর্বের আগে দল নিজেদের ভুল ত্রুটি গুলো সামলে নেবে