জোর বাঁচল বেলজিয়াম, ডেনমার্কের অসাধারণ খেলাকে বরবাদ করল ডি ব্রুইনের ম্যাজিক

ডেনমার্ক - ১ (ইউসুফ পৌলসেন)
বেলজিয়াম - ২ (থর্গান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও এক দুর্ধর্ষ ম্যাচের স্বাক্ষী থাকল ইউরো ২০২০। সামনে বিশ্বের এক নম্বর দল, দলের মূল তারকা ক্রিশ্চিয়ান এরিকসন বাইরে, প্রথম ম্যাচেই হার - এই পরিস্থিতিতে যে দুর্ধর্ষ খেলা দেখাল ডেনমার্ক, সত্যিই ফুটবল প্রেমী হিসেবে মনে থেকে যাবে।
৪ মিনিটের মাথায় পিয়ের হোজবার্গের ক্রসে ডান পায়ে অসাধারণ ফিনিশ করেন ইউসুফ পৌলসেন। এরপর একটানা আক্রমণ করে চলে ডেনমার্ক, দিশেহারা হয়ে যান রোমেলু লুকাকুরা। বেলজিয়ামকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
তবে বেলজিয়াম বুঝিয়ে দিল, কেন তারা বিশ্বের এক নম্বর দল। পরিবর্ত হিসেবে আসা দুই সুপারস্টার ইডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন এসে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিলেন। ৫৪ মিনিটে ডিফেন্ডারকে টপকে কেভিন ডি ব্রুইন বল বাড়ান থর্গান হ্যাজার্ডের দিকে, আর অনায়াসে গোল করেন থর্গান। এরপর ৭০ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাস পেয়ে বাঁ পায়ে অসাধারণ গোল করেন কেভিন ডি ব্রুইন।
পিছিয়ে পড়ার পর মরিয়া আক্রমণ করে ডেনমার্ক। বেলজিয়ান ডিফেন্সকে ঝামেলায় ফেলেন মার্টিন ব্র্যাথওয়েটরা, একটি শট পোস্টেও লাগে। কিন্তু ভাগ্য যেন সাথে দেয়নি। আর এই জয়ের জেরে রাউন্ড অফ ১৬ এ যোগ্যতা অর্জন করল বেলজিয়াম। অন্যদিকে পরের রাউন্ডে যেতে গেলে ডেনমার্ককে শুধু রাশিয়াকে হারালেই হবে না, খেয়াল রাখতে হবে যেন বেলজিয়াম হারায় ফিনল্যান্ডকে।