১১ নয়, ৯ জন ফুটবলার নিয়ে ইউরোপের এই বড় লিগে নামল এই ক্লাব, মাঝপথে ম্যাচ বাতিল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল ম্যাচ সাধারণত ১১ জনেরই হয়, কিন্তু সকলকে অবাক করে দিল পর্তুগিজ ক্লাব বেলেনেসেস। ২৬ জনের স্কোয়াড থেকে ১১ জন খেলোয়াড়কে নির্বাচিত করতে পারলেন না কোচ।
পর্তুগালের শীর্ষ লিগের হেভিওয়েট ক্লাব বেনফিকার বিরুদ্ধে মাত্র নয় জন ফুটবলার নিয়ে ম্যাচ শুরু করে বেলেনেসেস। এবং অবাক করার বিষয়ে, সেই নয় জন ফুটবলারের মধ্যে দুইজন গোলকিপার। যার ফলে একজন দাঁড়ান গোলের তলায়, আর একজনকে সামলাতে হয়েছে রক্ষণভাগ।
কিন্তু কেন এমনটা হল? কোচ কোনও চমক দিতে চাননি, বরং বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে বেলেনেসেসের হেডস্যারকে। আসলে ২৬ সদস্যের স্কোয়াডের ১৭ জনই করোনার জন্য ছিটকে গিয়েছেন। ফলে হাতে রইল নয়জন খেলোয়াড়, আর তাদেরই নামাতে হল মাঠে।
আর বেনফিকার মত চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে এমনভাবে নেমে স্বভাবতই ভুগতে হয়েছে বেলেনেসেসকে। প্রথমার্ধেই সাত গোল করে বেনফিকা। আর এর প্রথম গোলই ছিল আত্মঘাতী, যা করেছিলেন রক্ষণে খেলা গোলকিপার এডুয়ার্ডো স্যান্টোস।
তবে প্রথমার্ধের পরেই ম্যাচ বাতিল করতে হয় রেফারিকে। কারণ সেই নয়জন খেলোয়াড়ের মধ্যে দুইজন চোট আক্রান্ত হন। ফলে বিরতির পর সাতজন খেলোয়াড় নিয়ে মাঠে নামে বেলেনেসেস। এরপর ম্যাচ চলাকালীন ফাউলের শিকার হয়ে চোট পান বেলেনেসেসের আর একজন খেলোয়াড়। এর জেরে রেফারিকে খেলা বন্ধ করতে হয়। কারণ নিয়ম অনুসারে, কোনও দল সাতজনের কম খেলোয়াড় নিয়ে মাঠে নামলে সেই খেলা স্থগিত বা বাতিল হবে।