ফুটবল ছেড়ে এবার টিভি সিরিজে আত্মপ্রকাশ ২৭ বছর বয়সী জার্মান তারকা মিডফিল্ডারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্সিভ মিডফিল্ডার হলেন বায়ার্ন মিউনিখ তথা জার্মানের জোসুয়া কিমিচ। সাইড ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ড ইত্যাদি বিভিন্ন পজিশনে দক্ষতার সাথে খেলেন কিমিচ। তবে এবার এই প্রতিভাবান ফুটবলার নিজের অন্য প্রতিভা ফুটিয়ে তুলতে চলেছেন।
খবর অনুযায়ী, অভিনয় জগতে পা রাখতে চলেছেন কিমিচ। জার্মানের এক টেলিভিশন শোতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ২৭ বছর বয়সী এই খেলোয়াড় 'টাটোর্ট' নামক একটি গোয়েন্দা শোতে অভিনয় করবেন।
তাঁর চরিত্রটির নাম হতে চলেছে কেনি, যে এই গোয়েন্দা গল্পের একজন গোঁফযুক্ত ফিটনেস প্রশিক্ষক। টিভি সিরিজটির প্রোডিউসার করনেলিয়াস কনরাদ জানিয়েছেন, কিমিচের চরিত্রটি এক লাইনের সংলাপ যুক্ত স্বল্প সময়ের। কিমিচ এই সিরিজের সুটিং ২০২২ সালে করেছিলেন। খবর অনুযায়ী, কিমিচ নিজে এই গোয়েন্দা সিরিজের বড় ভক্ত।
১৯৭০ সাল থেকে শুরু হওয়া টাটোর্ট সিরিজটির টাটোর্ট শব্দের মানে হল অপরাধ স্থান। ইতিমধ্যে এই সিরিজে অভিনয় করেছেন বের্টি ভগস, অলিভার বিয়েরহফ, জোয়াকিম লো, স্টেফি জোন্সের মতন জার্মানির তারকা ফুটবলার এবং কোচেরা।