ভালো খেলা সত্ত্বেও বায়ার্ন মিউনিখের এই অন্যায় মেনে নিলেন না সমর্থকরা! নামল প্রতিবাদে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে বেশ ভালো পারফর্ম করছে বায়ার্ন মিউনিখ। বুন্দেশলিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দলের পারফর্মেন্স ধারাবাহিক। কিন্তু এই পরিস্থিতিতে অন্য একটি বিষয়ে বেশ ক্ষিপ্ত বায়ার্ন সমর্থকরা। মূলত ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারের সাথে ক্লাবের জোট নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা।
বিগত কয়েক বছর ধরে বিশ্বকাপের আয়োজন ও নির্মাণকার্য নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে, যেখানে নির্মাণকর্মীদের অমানুষিকভাবে খাটানো হচ্ছে। মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ এনে এর আগে একাধিক ক্লাব ও দেশের সমর্থক তথা খেলোয়াড়রাও প্রতিবাদ করেছে। এবার সেই কাতারের সাথে বায়ার্ন মিউনিখের স্পনসরশিপগত সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা।
শনিবার বুন্দেশলিগায় ফ্রাইবার্গের বিরুদ্ধে আলিয়াঁজ এরিনায় বায়ার্নের আল্ট্রাস গ্রুপ মিউনিখস রেড প্রাইড একটি ব্যানার প্রকাশ করেন, যেখানে ক্লাবের চেয়ারম্যান অলিভার কান ও সভাপতি হেরবার্ট হাইনারের ছবি দেওয়া হয়েছে এবং তারা রক্তমাখা হাতে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করছেন। তার নীচে লেখা ছিল, "টাকার জন্য, আমরা সব কিছু পরিষ্কার করে দেব।"
বলা বাহুল্য, কাতারের জাতীয় বিমান সংস্থার সাথে স্পনশরশিপ রয়েছে বায়ার্ন মিউনিখের। এমনকি, ২০১১ সাল থেকে কাতারে প্রাক মরশুম প্রস্তুতি সারে বায়ার্ন। এবং এই সব কিছু বন্ধ করতে উদ্যোগী হয়েছে সমর্থকরা।
যেহেতু বুন্দেশলিগার নিয়ম অনুযায়ী ক্লাবগুলি ৫০+১ শর্তে সমর্থকদের দ্বারা পরিচালিত, ফলে চলতি মাসে হওয়া বার্ষিক সভায় এই দাবিটি তুলবেন সমর্থকরা। কাতারের সাথে এই সম্পর্ক আদতে ক্লাবের সম্মানহানি করছে, এবং এর ফলে মরুশহরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি তুলছে তারা।