বার্সিলোনা এখনও অতীতকে নিয়েই বাঁচে! বড় দাবি প্রাক্তন কোচ রোনাল্ড কোয়েম্যানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জাভির অধীনে নতুনভাবে গড়ে ওঠার প্রয়াসে নেমেছে বার্সিলোনা। গত মরশুমে খারাপ পারফর্মেন্সের পর এবার নতুন করে নিজেদের তুলে ধরতে মরিয়া বার্সিলোনা। গত মরশুমের মাঝপথে জাভি দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সিলোনার খেলায় বড় পরিবর্তন এসেছে, আর এতে সমর্থকদের আশা আরও বেড়েছে।
যদিও গত মরশুমে বার্সিলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়া রোনাল্ড কোয়েম্যান মনে করেন, কাতালান জায়ান্টরা নিজেদের প্রত্যাশা ও খেলার প্রতি মনোভাবে এখনও অতীতকে নিয়ে বাঁচে।
খারাপ ফলাফল ও তিকি-তাকা সিস্টেমের বাইরে ফুটবল খেলার কারণে বরখাস্ত হয়েছিলেন কোয়েম্যান। একাধিক বার নিজের ফর্মেশনে পরিবর্তন আনতেন এই ডাচ প্রশিক্ষক, এবং পাঁচ ডিফেন্ডারে খেলায় এসেছে অনেক সমালোচনা।
বরখাস্ত হওয়ার আট মাস পর কোয়েম্যান বার্সিলোনার বর্তমান সময়ের মানসিকতা নিয়ে বলেছেন, "আমি খেলায় দাপট রাখার পক্ষে রয়েছি। যদি আপনি তিনটি সেন্ট্রাল ডিফেন্ডার ও পাঁচ ডিফেন্ডারে খেলান, আপনি বলতে পারেন না যে এটি একটি ডিফেন্সিভ সিস্টেম। এই সিস্টেমে আমরা তিন-চার মাস খেলে সাম্প্রতিক সময়ে সেরা খেলা খেলেছি। এর স্পষ্ট উদাহরণ হল অ্যাথলেটিকের বিরুদ্ধে ফাইনালটি।"
এরপর কোয়েম্যান জাভির বার্সিলোনার সমালোচনা করে বলেন, "বার্সা অতীতকে নিয়ে বাঁচে, ৪-৩-৩ ও তিকি-তাকা নিয়ে। ফুটবলের অনেক পরিবর্তন হয়েছে। এখন এটি অনেক দ্রুত হয়েছে, আরও বেশি শারীরিক হয়েছে। আপনি অতীতকে নিয়ে বাঁচতে পারেন না।"
শেষে বার্সিলোনার রবার্ট লেওয়ানডস্কিকে টার্গেট করা নিয়ে কোয়েম্যান বলেছেন, "লেওয়ানডস্কি একজন অসাধারণ খেলোয়াড়, একজন নিয়মিত গোলস্কোরার, কিন্তু একটি নির্দিষ্ট বয়স অবধি। ৩৫ বছর বয়স? এরকম একটি খেলোয়াড়ের জন্য বেতন সহ ৫০-৬০ মিলিয়ন খরচ করা নিয়ে আমার সন্দেহ রয়েছে।"