সুযোগ নষ্টের বহরে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে ওঠা মুশকিল হয়ে গেল এফসি বার্সিলোনার জন্য

এফসি বার্সিলোনা - ০
বেনফিকা - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন কোচ হিসেবে জাভির আগমণেও ভাগ্য তেমন বদলাল না এফসি বার্সিলোনার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বেনফিকার কাছে আটকে গেল বার্সা। সুযোগ নষ্টের বহরে জিততে পারল না দুই দলই।
রীতি অনুযায়ী, বল নিয়ে দাপট বেশিই ছিল বার্সিলোনার। তবে ৬১ শতাংশ বল পজেশন নিয়েও অল্প কিছু সুযোগ তৈরি করতে পেরেছে জাভির ছেলেরা। প্রথমার্ধে ইউসুফ ডেমিরের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বিরতির পর ফ্রেঙ্কি ডি জংয়ের হেড মিস ও রোনাল্ড আরাউজোর ভলিতে গোল বাতিল হয় অফ সাইডের জন্য। এছাড়া ৬০ মিনিটের মাথায় মেম্ফিস ডিপের দুর্দান্ত সুযোগ আটকে দেন নিকোলাস ওটামেন্ডি।
তবে বেনফিকাও বেশ কিছু সুযোগ হাতছাড়া করে। প্রথমার্ধে বার্সিলোনা ভালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে পর্তুগিজ ক্লাব খেলা ধরে নেয়। প্রথমার্ধে রোমান ইয়ারেমচুকের হেডার সেভ করেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। এরপর খেলার একেবারে শেষ দিকে গোল করার দারুণ সুযোগ পান হ্যারিস সেফেরোভিচ, কিন্তু সকলকে হতবাক করে তা মিস করেন।
আর এর জেরে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠা বেশ অনিশ্চিত এফসি বার্সিলোনার। কেবল ডিনামো কিয়েভের বিরুদ্ধে জয় নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। আর তাদের পরের ম্যাচ জার্মানিতে গিয়ে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে, ফলে কাজটা বেশ কঠিন হতে চলেছে জাভির জন্য।