এটিকে মোহনবাগানে সনি নর্ডি? কেন এলেন না ব্রাইট? এই বিদেশীকে ছাড়তে চায় সবুজ-মেরুণ ব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দলবদলের জন্য এটিকে মোহনবাগানের পরিকল্পনা বদলে গিয়েছে। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, খুব বেশি খেলোয়াড় আনা হবে না।
তবে একটি খেলোয়াড়কে নিয়ে সবুজ-মেরুণ শিবিরের চিন্তা রয়েই আছে। আর তিনি হলেন জনি কাউকো। ফিনল্যান্ডের এই তারকা মিডফিল্ডার কোনওভাবেই ভারতীয় পরিবেশে মানিয়ে নিতে পারছেন না। গত হায়দ্রাবাদ ম্যাচে কার্ল ম্যাকহিউয়ের জায়গায় নামলেও বারবার তাকে থমকে যেতে দেখা গিয়েছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন। ফলে বোঝা যাচ্ছে, সমস্যা রয়েছে কাউকোর।
শুক্রবার অনুশীলনের সময়েও মাঠে উপস্থিত থাকেননি কাউকো। যা খবর, জনিকে সুইমিং পুলে দেখা গিয়েছিল। ভারতে জানুয়ারির ঠান্ডাতেও মানাতে পারছেন না ফিনল্যান্ডের কনকনে শীতে থাকা কাউকো। এর জেরে কাউকোকে ছাড়ার জন্য উদগ্রীব এটিকে মোহনবাগান।
এদিকে খবর উঠেছে, কাউকোর পরিবর্ত হিসেবে মোহনবাগানের পুরোনো সারথী সনি নর্ডির এজেন্টের সাথে কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। যদিও এক্সট্রা টাইম বাংলা এখনও এর নিশ্চয়তা দিতে পারেনি। এজেন্ট মারফত জানা গিয়েছে, সনি নর্ডি বর্তমানে পুরো ফিট। আর এর কারণে হাইতিয়ান এই উইঙ্গারকে আনতে আগ্রহী হয়েছে এটিকে মোহনবাগান।
তবে নর্ডির জন্য এগিয়ে রয়েছে নর্থইস্ট ইউনাইটেডও। জানা গিয়েছে, সনির জন্য ১.৬৫ কোটি টাকার অফার দিয়েছে নর্থইস্ট, যেখানে এটিকে মোহনবাগান ১.২০ কোটির বেশি দিতে নারাজ। তবে নর্ডির এজেন্ট চাইছেন দীর্ঘমেয়াদি চুক্তি করতে। কারণ মরশুম শেষে নর্ডি ফ্রি এজেন্ট হয়ে যাবেন এবং সেক্ষেত্রে তার মূল্য কমে যাবে। আবারও বলা হয়েছে, এই সমস্ত বিষয় একেবারে প্রাথমিক স্তরে এবং এক্সট্রা টাইম বাংলা এই বিষয়টির পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে না।
তবে কি হল ব্রাইট এনোবাখারের এটিকে মোহনবাগানে আসা। মাঝ মরশুমে কভেন্ট্রি সিটি থেকে রিলিজ দেওয়া হয়েছিল ব্রাইটকে। কিন্তু কভেন্ট্রির ব্লু আইড বয় ব্রাইটকে কেন ছাড়া হয়েছিল? জানা গিয়েছে, পুরোনো একটি চোট বেশ ভুগিয়েছে ব্রাইটকে, আর সেই কারণে বেশ আনফিট ছিলেন এই নাইজেরীয় ফরোয়ার্ড। এই খবর এটিকে মোহনবাগান শিবিরে আসতে ব্রাইটকে নেওয়ার ক্ষেত্রে আর বেশি আগ্রহী হয়নি।