হায়দ্রাবাদ এফসি ম্যাচের পরেই বদলে গেল এটিকে মোহনবাগানের দলবদলের স্ট্র্যাটেজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে দারুণ ফুটবল খেলেও জেতা ম্যাচ হাতছাড়া করে এটিকে মোহনবাগান। মূলত ডিফেন্সের সমস্যার জেরেই তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে, মানছেন বিশেষজ্ঞরা। তবে যেভাবে এটিকে মোহনবাগান খেলেছে, তাতে পূর্বনির্ধারিত কিছু সিদ্ধান্ত পাল্টাতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
মূলত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলবদলের সিদ্ধান্তে বড় পরিবর্তন আনল এটিকে মোহনবাগান। আর সব থেকে বড় সিদ্ধান্ত বদল হল ডেভিড উইলিয়ামসকে নিয়ে। অজি এই ফরোয়ার্ড হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেন। ১২ সেকেন্ডে গোল করেন, লব পাসে গোলও করান - সব মিলিয়ে নজর কেড়ে নিয়েছেন উইলিয়ামস।
এবার যা খবর, ডেভিড উইলিয়ামসকে আপাতত ছাড়বে না এটিকে মোহনবাগান। শুধু উইলিয়ামসই নয়, মরশুমের শেষে কোনও দলবদলই করতে চাইছে না এটিকে মোহনবাগান। দলের পারফর্মেন্সে বেশ সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আর সন্দেশ ঝিঙ্গানের আগমণের জেরে ডিফেন্সও মজবুত, ফলে আপাতত কোনও পরিবর্তনের দরকার নেই এটিকে মোহনবাগানের।