নাসাফের বিরুদ্ধে জিততে দুবাই ও উজবেস্কিস্তানে ১০ দিনের কঠোর প্রস্তুতি এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে এটিকে মোহনবাগানের পুরো ফোকাস রয়েছে এএফসি কাপের উপর। সাউথ জোনের গ্রুপ পর্বে শীর্ষে থেকে এবার ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান। তবে সামনে কঠিন প্রতিপক্ষ, উজবেকিস্তানে ঘরের টিম এফসি নাসাফের বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান।
আর শক্তিধর দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে দুবাইয়ে বিশেষ শিবিরের আয়োজন করল এটিকে মোহনবাগান। শনিবার থেকে শুরু হয়ে গেল দুবাইয়ের প্রস্তুতি শিবির। এই শিবিরে কোচ আন্তোনিও হাবাস দেখে নেবেন বিভিন্ন ফর্মেশনে তার দল কেমন পারফর্ম করছে। মালদ্বীপে সুযোগ পাওয়া সমস্ত ফুটবলাররাই পৌঁছে গিয়েছেন দুবাই। এছাড়া ডাকা হয়েছে দুই বিদেশী জনি কাউকো ও তিরিকে।
মোট ছয় দিন দুবাইতে অনুশীলন করবে এটিকে মোহনবাগান। এরপর উজবেকিস্তানে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চার দিন প্রস্তুতি সারবে তারা। যদিও দলগঠনে ভালো-খারাপ দুই খবরই রয়েছে। কার্ড সমস্যায় খেলবেন না দীপক টাংরি। এদিকে চোট সারিয়ে ফিরছেন মাইকেল সুসাইরাজ ও প্রবীর দাস।
আর খেলোয়াড়দের চোট সারিয়ে ফিরে আসা নিয়ে খুশি কোচ আন্তোনিও হাবাস লোপেজ। নাসাফ ম্যাচের প্রস্তুতি নিয়ে হাবাস এটিকে মোহনবাগান মিডিয়াকে বলেন, "এটা আমাদের মতই সবুজ-মেরুণ সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা পরিশ্রম এবং সর্বশক্তি নিয়োগ করে এই ম্যাচে সেরাটা দেওার জন্য তৈরি হচ্ছি। তবে প্রতিপক্ষ যেহেতু খুব শক্তিশালী, আমাদের কাজটা খুব একটা সহজ হবে না। আমার মতে, এই ধরণের ম্যাচ হোম-অ্যাওয়ে ভিত্তিতে করলে ভালো হয়।"
আগামী ২২ সেপ্টেম্বর নাসাফের বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালে নামবে এটিকে মোহনবাগান।