ডার্বি জিতে এবার লক্ষ্য ওড়িশা! সেমিতে যাওয়ার হুঙ্কার হুগো বুমোসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডার্বি জয় অতীত, এবার সামনে কঠিন লড়াই এটিকে মোহনবাগানের জন্য। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে প্লেঅফস খেলতে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড।
লিগ পর্বে ওড়িশাকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান, ফলে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি থাকবে। তবে ঘরের মাঠের সুবিধা থাকায় কিছুটা এগিয়ে থাকবে এটিকে মোহনবাগান।
ম্যাচের আগে এটিকে মোহনবাগান মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম ভরসা হুগো বুমোস জানিয়েছেন, ডার্বি জেতার থেকেও গুরুত্বপূর্ণ ওড়িশা ম্যাচ জয়।
এই নিয়ে বুমোস বলেছেন, "ডার্বিতে যে মরিয়া মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম, তার চেয়েও বেশি একাগ্রতা নিয়ে শনিবার আমাদের মাঠে নামতে হবে। আমি মনে করি, ইস্টবেঙ্গলের চেয়ে ওড়িশা শক্তিশালী দল। এবং আমাদের মতই সেমি ফাইনালে ওঠার জন্য ওরা মরিয়া হয়ে মাঠে নামবে। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।
এদিকে হুগো জানিয়েছেন, ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ করতে চান। তিনি বলেছেন, "আমরা আত্মবিশ্বাসী কিন্তু আত্মতুষ্ট নই। নব্বই মিনিটের মধ্যেই ম্যাচটা শেষ করতে হবে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিয়ে যাওয়া যাবে না। প্লে অফ মানে ফাইনাল। একটা ম্যাচেই সেমি ফাইনালে ওঠার ফয়সালা। সেটা মাথায় রাখতে হবে।"
প্রতিপক্ষ ওড়িশা এফসিকে নিয়ে হুগো বলেছেন, "ওড়িশা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। আমাদের রক্ষণ ভালো খেলছে। চাপের মুখে কেরালা ব্লাস্টার্স ও ডার্বি আমরা জিতেছি। গোলও আসছে।"
শেষে নিজের খেলা নিয়ে হুগো বলেছেন, "গোল না পেলেও নিজের খেলায় আমি খুশি। কারণ কোচ আমাকে দিয়ে যেটা করাতে চাইছেন সেটা হচ্ছে। মানে, আমাকে প্রতিপক্ষের দুই বা তিনজন মার্কিং করতে যাচ্ছে, ফলে অন্যরা অনেক জায়গা পেয়ে যাচ্ছে। গোলের মুখ খুলতে পারছে। ডার্বিতে যেটা হয়েছে। দেখা যাক এবার কোচ কি দায়িত্ব দেন। তবে জেতার ব্যাপারে আমি একশোভাগ আশাবাদী।"