আমাদের সূর্য মেরুণ গানে কলকাতা ডার্বির আগে এটিকে মোহনবাগানের নতুন ভিডিও এল সামনে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ২৭ তারিখ বহু প্রতীক্ষিত কলকাতা ডার্বি। তার ঠিক আগে ২৬ তারিখ, নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও প্রকাশ করে এটিকে মোহনবাগান মিডিয়া টিম। যার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিলো মোহনবাগানের সেই চীর আপন থিম সং 'আমাদের সূর্য মেরুন…….'
এটিকে আর মোহনবাগান এর ফুটবল ডিভিশনের মার্জারের পর থেকেই নানান কারনে অসন্তুষ্ট সবুজ মেরুন শিবিরের একাংশ। সে গত আইএসএল এ এটিকের কালো জার্সি পরে টিম কে মাঠে নামিয়ে দেওয়াই হোক বা মিডিয়াতে উৎসব পারেখের বিতর্কিত মন্তব্যের জন্যই হোক।
মনে পড়ে 'এগারো' সিনেমার কথা? মূলত মোহনবাগানের ১৯১১ সালের শিল্ড জয়ের কাহিনী নিয়ে হয়েছিল। আর সেই সিনেমার গান "আমাদের সূর্য মেরুণ, নাড়ির যোগ সবুজ ঘাসে" দারুণভাবে জনপ্রিয় হয় মোহনবাগান সমর্থকদের মধ্যে। এ যেন মোহনবাগানের গানই হয়ে ওঠে।
আর এর জেরেই প্রশ্ন উঠছে, কলকাতা ডার্বির আগে বিক্ষুব্ধ সমর্থকদের দাবিকে ধামাচাপা দিতেই কি এই পরিকল্পনা করল এটিকে মোহনবাগান? এই নিয়ে আলোচনা তুঙ্গে।