ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া এটিকে মোহনবাগান, দেখুন সম্ভাব্য একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুনভাবে সজ্জিত এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএসএল ২০২১ এর প্রথম কলকাতা ডার্বিতে নামবে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে এটিকে মোহনবাগানকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কি একাদশ নামাতে পারে মেরিনার্সরা?
ম্যাচের আগে সবুজ-মেরুণ কোচ আন্তোনিও হাবাস জানিয়েছেন যে কেরালা ব্লাস্টার্স ম্যাচের একাদশ থেকে ডার্বিতে তেমন কোনও পরিবর্তন হবে না। ফলে আশা করা হচ্ছে, একই একাদশ নিয়েই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে হতে পারে এটিকে মোহনবাগানকে।
গোলে অমরিন্দর সিং থাকছেনই, এদিকে ডিপ ডিফেন্স সামলাবেন দীপক টাংরি ও কার্ল ম্যাকহিউ। এদিকে দুই উইং ব্যাক সামলাবেন প্রীতম কোটাল ও শুভাশিস বোস।
এদিকে মাঝমাঠে ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে থাকবেন লেনি রডরিগেজ, আর ক্রিয়েটিভ মিডফিল্ডারের দায়িত্ব সামলাবেন জনি কাউকো। আর এর জেরে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রয় কৃষ্ণার উপরেই থাকবেন হুগো বৌমোস।
এদিকে দুই উইং থেকে মনবীর সিং ও লিস্টন কোলাসো এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্সে থরহরিকম্প তৈরি করতে পারেন। আর আক্রমণভাগের নেতৃত্ব দেবেন রয় কৃষ্ণা।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), প্রীতম কোটাল (অধিনায়ক), দীপক টাংরি, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, লেনি রডরিগেজ, জনি কাউকো, হুগো বৌমোস, মনবীর সিং, রয় কৃষ্ণা, লিস্টন কোলাসো।