মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বদলার ম্যাচে এই শক্তিশালী একাদশ নিয়ে নামবে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলের প্রথম দুই ম্যাচে চমৎকার পারফর্মেন্সের পর এবার জয়ের হ্যাটট্রিক করার অঙ্গীকার এটিকে মোহনবাগানের। এবার সামনে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। সে শীর্ষস্থান দখলই হোক বা খেতাব জয় - এটিকে মোহনবাগানকে টেক্কা দিয়েছে মুম্বই। ফলে এই ম্যাচটি বদলার ম্যাচ হিসেবে ধরে নিচ্ছে মেরিনার্সরা।
এমন পরিস্থিতিতে কোচ আন্তোনিও হাবাস চাইছেন শক্তিশালী একাদশই নামাতে। একা তিরি ছাড়া বাকিরা চোটমুক্ত, ফলে আশা করা যায় প্রথম দুই ম্যাচের একাদশ থেকে পরিবর্তন হবে না।
গোলে স্বাভাবিকভাবেই শুরু করবেন অমরিন্দর সিং। এদিকে ডিফেন্সে শুভাশিস বোস ও প্রীতম কোটালের সাথে দুই ডিপ ডিফেন্ডার হিসেবে থাকবেন দীপক টাংরি ও কার্ল ম্যাকহিউ। এদিকে মাঝমাঠে লেনি রডরিগেজের সাথে আক্রমণ ও রক্ষণভাগের মেলবন্ধন ঘটাবেন জনি কাউকো।
এদিকে আক্রমণে খেলা তৈরি করবেন হুগো বৌমোস, আর উইং থেকে নিজেদের গতিতে মুম্বইয়ের ডিফেন্ডারকে ব্যতিব্যস্ত করবেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। আর ফরোয়ার্ড সদা ভরসাযোগ্য রয় কৃষ্ণা।
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), শুভাশিস বোস, কার্ল ম্যাকহিউ, দীপক টাংরি, প্রীতম কোটাল, লেনি রডরিগেজ, জনি কাউকো, হুগো বৌমোস, মনবীর সিং, লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা।