এফসি গোয়াকে হারানোর জন্য মরিয়া জুয়ান ফেরান্ডো, এই একাদশে নামতে পারে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা চার ম্যাচ জয়হীন থাকার পর নতুন কোচ জুয়ান ফেরান্ডোর আগমণে জয়ের রাস্তায় ফিরেছে এটিকে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেডকে হারানোর পর এটিকে মোহনবাগানের পরের প্রতিদ্বন্দ্বী এফসি গোয়া। সেই এফসি গোয়া, যাদের মাঝপথে ছেড়ে সবুজ-মেরুণে যোগ দিয়েছেন ফেরান্ডো। সুতরাং আবেগের লড়াইও চলবে এই ম্যাচে।
এবারের আইএসএলের গোয়ার পারফর্মেন্স বেশ মিশ্র। কেবল দুটি জয় পেয়েছে তারা। গত দুই ম্যাচে ড্র করে এসেছে, ফলে কিছুটা চাপে রয়েছে গোয়া। আর এই চাপকে কাজে লাগাতে চাইবে এটিকে মোহনবাগান।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুই গোল খেলেও একই ব্যাকলাইন নিয়ে নামবে এটিকে মোহনবাগান। গোলে থাকবেন অমরিন্দর সিং। সেন্ট্রাল ডিফেন্সে দায়িত্ব সামলাবেন তিরি ও প্রীতম কোটাল। আর দুই সাইডব্যাক খেলবেন শুভাশিস বোস ও আশুতোষ মেহতা।
এদিকে মিডফিল্ডে দীপক টাংরির জায়গায় লেনি রডরিগেজকে খেলাতে পারেন ফেরান্ডো, কার্ল ম্যাকহিউ যথারীতি ডিফেন্সিভ স্ক্রিনিংয়ের দায়িত্ব নেবেন। এদিকে দুই উইংয়ে লিস্টন কোলাসো ও মনবীর সিং খেলবেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন হুগো বৌমোস, আর ফরোয়ার্ডে নামবেন রয় কৃষ্ণা।
এফসি গোয়ার বিরুদ্ধে এটিকে মোহনবাগান সম্ভাব্য একাদশ - অমরিন্দর সিং (গোলকিপার), শুভাশিস বোস, তিরি, প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, লেনি রডরিগেজ, কার্ল ম্যাকহিউ, লিস্টন কোলাসো, হুগো বৌমোস, মনবীর সিং, রয় কৃষ্ণা।