নকআউট পর্বে উঠলে বড় সমস্যা এটিকে মোহনবাগানের, অনিশ্চিত থাকতে পারেন এই তারকা বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে আইএসএলের দুই ম্যাচে দুটি বড় জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান। মরশুমের আগে থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, এবারের চ্যাম্পিয়ন হওয়ার জোর দাবিদার সবুজ-মেরুণ ব্রিগেড। আশা করা যাচ্ছে, প্রথম চারে থেকে সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে হাবাসের দল।
এই পরিস্থিতিতে এটিকে মোহনবাগান যদি নকআউট পর্বে ওঠে, তবে তাদের জন্য সমস্যা তৈরি হবে। কারণ সেই সময় অনিশ্চিত হতে পারেন তারকা ফরোয়ার্ড ও দলের ভরসা রয় কৃষ্ণা। ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য অনিশ্চিত থাকতে পারেন রয়।
ফিফা ব্যুরো অফ কাউন্সিল জানিয়েছে, ওশিয়ানিয়া পর্বের প্রিলিমিনারি ম্যাচগুলি হবে আগামী বছরের ২১-৩০ মার্চে। আর সেই সময় গ্রুপের শেষ ম্যাচ ছাড়াও সেমি ফাইনাল ও ফাইনাল খেলতে হবে। আর এর জেরে ফিজির অধিনায়ক হওয়ায় দেশের ম্যাচ খেলতে যেতে হবে রয় কৃষ্ণাকে।
যদি মার্চের শেষের দিকে আইএসএলের নকআউট পর্বের খেলাগুলি হয়, তবে রয় কৃষ্ণার সুবিধা পাবে না এটিকে মোহনবাগান। যা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে মেরিনার্সদের জন্য। এছাড়া ফিজিতে গিয়ে কোয়ারেন্টিনে থাকা ও ম্যাচ খেলে আসার পর কোয়ারেন্টিনে থাকার জেরে আরও অনেক দিন রয়কে পাবে না এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতে পুরোটাই নির্ভর করছে রয় কৃষ্ণা ফিজিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব খেলতে যাবেন কিনা।