ওড়িশার লড়াইয়ে আটকে গেল দুরন্ত খেলা এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান - ০
ওড়িশা এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রায় ১৮ দিন পর আবারও মাঠে নামল এটিকে মোহনবাগান। এবং এত বড় ব্যবধানের বিরতি সত্ত্বেও দুর্দান্ত ফুটবল খেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু ওড়িশা এফসির দুরন্ত লড়াইয়ে শেষ অবধি ড্রতেই সন্তুষ্ট থাকতে হল জুয়ান ফেরান্ডোর ছেলেদের।
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা ও লিস্টন কোলাসোর যুগলবন্দীতে ওড়িশার রক্ষণ নড়বড়ে ছিল। কিন্তু গোলকিপার আর্শদীপ সিং ও ভিক্টর মঙ্গিলের জন্য গোল করতে পারেনি প্রথমার্ধে।
এদিকে দ্বিতীয়ার্ধে খেলা পুরোপুরি ঘুরে যায়, যখন রয় কৃষ্ণাকে তুলে নেন কোচ জুয়ান ফেরান্ডো। আর এর জেরে আক্রমণ তৈরি হলেও ফাইনাল থার্ডে আটকে যাচ্ছিল এটিকে মোহনবাগান। শেষের দিকে দারুণ সুযোগ পেয়েও ছয় গজ থেকে গোল মিস করেন পরিবর্ত হিসেবে নামা প্রবীর দাস।
তবে ওড়িশাও আক্রমণে উঠেছিল। জেরি, নন্ধকুমার, জাভি হার্নান্ডেজরা ব্যতিব্যস্ত করে তুলেছিলেন মেরিনার্সদের। আরিদাইয়ের অনুপস্থিতিতে ভুগলেও লড়াই করতে ছাড়েনি ওড়িশা। আর এর জেরে ড্রতেই সন্তুষ্ট থাকতে হল দুই পক্ষকে।