ওড়িশা ম্যাচ না জিতলে ডার্বি জয়ের আনন্দ ফিকে হয়ে যাবে - স্লাভকো ডামজানোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ডার্বি জয় অতীত, এবার সামনে কঠিন লড়াই এটিকে মোহনবাগানের জন্য। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে প্লেঅফস খেলতে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড।
লিগ পর্বে ওড়িশাকে হারাতে পারেনি এটিকে মোহনবাগান, ফলে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি থাকবে। তবে ঘরের মাঠের সুবিধা থাকায় কিছুটা এগিয়ে থাকবে এটিকে মোহনবাগান।
ম্যাচের আগে এটিকে মোহনবাগান মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে ডার্বি জয়ের নায়ক স্লাভকো ডামজানোভিচ তুলে ধরেছেন নানান কথা।
এই নিয়ে স্লাভকো বলেছেন, "আমাদের পুরো দল এখন ঐ ম্যাচ জেতার জন্য প্রস্তুত হচ্ছে। ডার্বির চেয়েও ওড়িশা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমার নিজের মনে হচ্ছে, ওড়িশা ম্যাচ না জিতলে ডার্বি জেতার আনন্দটা ফিকে হয়ে যাবে। ফলে এটা ফাইনাল ম্যাচ ধরেই এগোতে হবে।"
এদিকে ওড়িশা এফসিকে নিয়ে স্লাভকো বলেছেন, "ওড়িশা শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে যুবভারতীতে শেষ ম্যাচে কিছুক্ষণ খেলেছিলাম শেষ দিকে। ওদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো মউরিসিও ও স্প্যানিশ মিডিও ভিক্টর রডরিগেজ পুরো দলের আক্রমণটা তৈরি করে, পালটা আক্রমণে আসে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।"
শেষে স্লাভকো বলেছেন, "ঘরের মাঠে খেলার সুযোগ চেয়েছিলাম সবাই। সেই লক্ষ্যে আমরা সফল। দর্শক সমর্থন আমাদের দিকেই থাকবে, সেটা কাজে লাগিয়ে জিততে হবে। ডার্বিতে সবুজ-মেরুণ জার্সিতে পুরো ম্যাচ খেলেছি। নিজের খেলায় আমি এখনও সন্তুষ্ট নই। আমি আরও ভাল খেলতে পারি। সেটা সুযোগ পেলে পরের ম্যাচে দেখাবো।"