গোল খাওয়া, রয় কৃষ্ণার অফ ফর্ম নিয়ে ভাবছেনই না ফেরান্ডো, দিলেন স্বস্তির বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের হয়ে অভিষেক ম্যাচেই ভাগ্য ফিরিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্ডো। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় হাসিল করেছেন। তবে এবার সামনে এফসি গোয়া, যে ক্লাবকে মাঝপথে ছেড়ে এটিকে মোহনবাগানে এসেছেন ফেরান্ডো।
ফলে পুরোনো দলকে পেয়ে কি ভাবছেন ফেরান্ডো? কি প্রস্তুতি নিচ্ছেন? কেমন লাগছে নতুন ক্লাবে এসে? এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন ফেরান্ডো।
এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিংয়ের ফর্ম তেমন ভালো নেই, ডিফেন্ডারদের সাথে সেভাবে বোঝাপড়া হচ্ছে না। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "আমার মনে হয় এটি একটি নতুন অধ্যায়। নর্থইস্ট ম্যাচের পর পরিস্থিতি বদলে গিয়েছে, নতুন খেলার শৈলী, নতুন চ্যালেঞ্জ। একেবারে আলাদা স্টাইল, ১০০ শতাংশ আলাদা পরিস্থিতি, খেলোয়াড়দের সময় লাগবে এই ধাঁচের সাথে মানিয়ে নিতে।"
এটিকে মোহনবাগান গত কয়েক ম্যাচে গোল হজম করছে, বিশেষ করে কর্নারে। এর প্রতিকার হিসেবে ফেরান্ডো বলেছেন, "আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে, বিশেষ করে এই বিষয়টি বোঝাতে হবে। আইএসএলের বেশ কিছু দলের এই সমস্যা রয়েছে। বোঝাতে হবে যে কেন এমনটা হচ্ছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে।"
প্রতিপক্ষরা রয় কৃষ্ণা ও হুগো বৌমোসকে মার্ক করে তাদের আটকে দিচ্ছে। এই অবস্থা কিভাবে কাটানো যাবে? এই নিয়ে ফেরান্ডো জানিয়েছেন, "শুধু রয় বা হুগোর কথা বললে হবে না, আমাদের গোটা দলকে নিয়েই কথা বলতে হবে। রয় খেলুক, উইলিয়ামস খেলুক, কাউকো খেলুক - আমাদের দলের মান একই থাকবে। আমার মূল লক্ষ্য হল গোটা দলের উন্নতি। সে তিরি হোক কিংবা হুগো-কাউকো, আমাদের উন্নতিটাই হল আমার মূল লক্ষ্য।"
আপাতত যা পরিস্থিতি, তাতে কি সেমি ফাইনালে যেতে পারবে এটিকে মোহনবাগান? এই নিয়ে জুয়ান ফেরান্ডো বলেছেন, "হ্যাঁ অবশ্যই, এটা আমাদের চ্যালেঞ্জ। ম্যাচ জেতো, প্লেঅফস জেতো, কাপ জেতো, আর আইএসএলের পর এএফসি কাপের জন্য লড়া। আমাদের লক্ষ্য হল প্রতিটা ম্যাচ জেতা। আমি আশা করব আইএসএলের শেষে আমরা সফল হই।"