চেনা প্রতিপক্ষ হলেও এফসি গোয়াকে সমীহ করছেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এটিকে মোহনবাগানের হয়ে অভিষেক ম্যাচেই ভাগ্য ফিরিয়ে দিয়েছেন জুয়ান ফেরান্ডো। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় হাসিল করেছেন। তবে এবার সামনে এফসি গোয়া, যে ক্লাবকে মাঝপথে ছেড়ে এটিকে মোহনবাগানে এসেছেন ফেরান্ডো।
ফলে পুরোনো দলকে পেয়ে কি ভাবছেন ফেরান্ডো? কি প্রস্তুতি নিচ্ছেন? কেমন লাগছে নতুন ক্লাবে এসে? এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন ফেরান্ডো।
পরের প্রতিপক্ষ এফসি গোয়া, যা ফেরান্ডোর প্রাক্তন ক্লাব। গোয়াকে নিয়ে ফেরান্ডো জানিয়েছেন, "আমরা দেখব। এই সপ্তাহটা আমার জন্য বেশ অদ্ভুত। একেবারে শেষ মুহুর্তে দলে আসা, প্রস্তুতির জন্য খুব অল্প সময়। আমি জানি না, এই সময়টা খুবই অদ্ভুত সময়। এ ধরণের আবেগকে সত্যিই বোঝানো সম্ভব নয়। আমি একজন পেশাদার, আমি আমার দলের জন্য সেরাটা করতে চাই। ম্যাচের আগে ও ম্যাচের পরে পরিস্থিতি আলাদা, কিন্তু ম্যাচের মাঝে আমি দলের উন্নতির জন্য কাজ করব, আর জিততে চাইব।"
এফসি গোয়ার শক্তি ও দূর্বলতা সম্বন্ধে জানেন ফেরান্ডো, ফলে এটি কি সুবিধা হবে এটিকে মোহনবাগানের জন্য? এই নিয়ে ফেরান্ডো বলেছেন, "না, আমার মনে হয় না। ওদের নতুন কোচ রয়েছে, নতুন পরিকল্পনা রয়েছে। তাই আমার মনে হয় কোনও সুবিধা নেই, অন্যান্য ম্যাচের মতই এটি। ওদের দল হয়ত একই থাকবে, খেলোয়াড়রাও একই, কিন্তু পরিকল্পনা ভিন্ন হতেই পারে। তাই আমার মতে, আমি নজর দেব আমার খেলোয়াড় ও দলের উপর এবং আশা করব আমাদের পরিকল্পনা সফল হোক।"
এফসি গোয়ার সব থেকে বড় খেলোয়াড় হিসেবে ফেরান্ডো জবাব দিয়েছেন, "এটি একেবারে স্বাভাবিক যে কোন খেলোয়াড় এফসি গোয়ার সেরা খেলোয়াড়। আসলে, গোয়ার ২৯ খেলোয়াড়ই দুর্দান্ত এবং ওরা খুব ভালো খেলোয়াড়। আপনি প্রিন্সটন, গ্লেন, দেবেন্দ্র, রোমারিও - এদের কথা বলতে পারেন, এরা খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গতবার থেকে এরা অনেক উন্নতি করেছে। বিদেশীরাও খুব ভালো কাজ করেছে।"