চিমা-পেরোসেভিচদের নিয়ে ভাবছেন না, ডার্বির আগে ইস্টবেঙ্গলকে সম্মান জানালেন হাবাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কেরালা ব্লাস্টার্সকে দাপটের সাথে হারিয়ে এবার কলকাতা ডার্বি জেতার লক্ষ্যে এটিকে মোহনবাগান। মাঝে এক সপ্তাহের বিরতিতে প্রস্তুতি বেশ ভালোমতই সেরেছেন রয়-প্রীতমরা।
এই পরিস্থিতিতে কলকাতা ডার্বি নিয়ে কি ভাবছেন আন্তোনিও হাবাস? এর পাশাপাশি কোন খেলোয়াড়রা অস্ত্র হতে পারে এটিকে মোহনবাগানের জন্য? এই সব নিয়ে ম্যাচের আগে বার্তা দিলেন সবুজ-মেরুণ ব্রিগেডের হেডস্যার।
এসসি ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে এটিকে মোহনবাগান, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে হাবাস বলেছেন, "আমার মনে হয় কোচের পরিবর্তনের পর ওরা অনেক ভালো দল হিসেবে উঠে এসেছে। এই মরশুমে ওদের দলে একাধিক নতুন খেলোয়াড় রয়েছে। আমাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের খেলোয়াড়দের ডার্বির প্রয়োজনীয়তা সম্বন্ধে জানতে হবে।"
হুগো, রয় কৃষ্ণা, লিস্টন ও জনি কাউকোর মত সুপারস্টারদের নিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এই পরিস্থিতিতেও কোচ হাবাস মনে করেন, ব্যক্তিগত দক্ষতা নয়, দলগত পারফর্মেন্সই আসল। তিনি বলেছেন, "আমি বলতে চাই আমাদের অমরিন্দর, তিরি, প্রীতমও রয়েছে। কেবল তিন-চারজন খেলোয়াড়দের নিয়ে হয় না, সংগঠিত দল নিয়ে হয়। আমায় বাকি খেলোয়াড়দেরও সম্মান দিতে হবে।"
গত মরশুমে এটিকে মোহনবাগান দুটি কলকাতা ডার্বিই জিতেছিল। এবার কি হ্যাটট্রিক হবে? এই নিয়ে হাবাসের বক্তব্য, "আগে যা ঘটেছে তার কখনই পুনরাবৃত্তি হবে না। আমাদের প্রতিপক্ষদেরও সম্মান জানাতে হবে। আমাদের ভালো খেলা দেখাতে হবে।"
বড় ম্যাচের জন্য কি পরিকল্পনা রয়েছে হাবাসের? এই নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "আমাদের প্রতি ম্যাচ নিয়েই পরিকল্পনা থাকে। প্রতিটা ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আমাদের নামতে হবে। আপনাকে নিজের দলকে নিয়েই ভাবতে হয়।"
এদিকে হাবাস জানিয়েছেন, প্রথম একাদশে সেভাবে কোনও পরিবর্তন আসছে না। যদিও দীপক টাংরি ও কার্ল ম্যাকহিউয়ের দুটি হলুদ কার্ড রয়েছে। তবে তিরির চোট নিয়ে হাবাস জানিয়েছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং প্রস্তুত হচ্ছেন।
এসসি ইস্টবেঙ্গলের আক্রমণের দুই ফলা ড্যানিয়েল চিমা ও আন্তোনিও পেরোসেভিচকে কিভাবে রুখবে এটিকে মোহনবাগান? এর জবাবে হাবাস বলেছেন, "দল হিসেবে আমাদের পরিকল্পনা থাকবে প্রতিপক্ষকে আটকানোর। কোনও ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে আমি চিন্তিত নই।"
যদিও কেরালার বিরুদ্ধে খারাপ দুটি গোল হজম করাটা নিয়ে চিন্তিত হাবাস। এসসি ইস্টবেঙ্গল ম্যাচের আগে এই বিষয়ে হাবাস বলেছেন, "আমাদের একই আগ্রাসন ও মনোভাব নিয়ে নামতে হবে এবং ছেড়ে দেওয়ার কোনও জায়গাই নেই।"
নবাগত বিদেশী জনি কাউকোর প্রথম ম্যাচের পারফর্মেন্সে খুশি হাবাস। তিনি বলেছেন, "ও একজন অসাধারণ খেলোয়াড়, যার দারুণ শারীরিক ক্ষমতা রয়েছে। আমার মনে হয় ও আরও ভালো ফুটবল আমাদের প্রদান করতে পারবে।"
সব শেষে, ডার্বির আগে সমর্থকদের উদ্দেশ্যে হাবাস বলেন, "জয় মোহনবাগান।"